বিনোদন

সত্যিই কি ঋতুপর্ণা জড়িয়ে পড়ছেন রাজনীতিতে, নেপথ্যে কে?

image 712276 1693327557
print news

‘রাজনীতি’তে জড়িয়ে পড়ছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অনেক দিন ধরে পরিকল্পনা করে ঋতুপর্ণাকে নিয়ে আসছেন রাজনীতিতে। কে সেই ব্যক্তি, যিনি নেপথ্যে আছেন? যার সঙ্গে সংঘাত হতে পারে ঋত্বিক চক্রবর্তীর।

একটি রাজনৈতিক থ্রিলার সিনেমা নিয়ে আসছেন ইন্দ্রাশিস আচার্য। তার নাম ঠিক হয়েছে ‘ধুলোবালি’। এই প্রথম কোনো রাজনৈতিক থ্রিলার তৈরি করতে চলেছেন তিনি। আর সেটিতেই প্রধান চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণাকে। সংবাদ মাধ্যম সূত্রে এমনই জানা গেছে।

গল্পটি এক প্রত্যন্ত গ্রামে খবরের সন্ধানে গিয়ে হারিয়ে গিয়েছে এক সাংবাদিক। তার সন্ধানে সেই গ্রামে পৌঁছায় ঋতুপর্ণা। আর তার সঙ্গে যায় ওই সাংবাদিকের এক সহকর্মী। এই চরিত্রে অভিনয় করছেন শ্রেয়া সিংহ। এবার সেই গ্রামেই নানা রাজনৈতিক সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়ে এই চরিত্র দুটি। তারই সঙ্গে চলে সন্ধান।

ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। সমাজবিরোধী দলের নেতা রাজেনের ভূমিকায় নাকি তাকে দেখা যাবে। যদিও পরিচালক বলছেন, ছবির শেষে রয়েছে বিরাট বড় একটি চমক। সেটি নিয়ে কোনও রকম আভাস দিতেও তিনি নারাজ।

ছবিতে এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লোকনাথ দে, দেবপ্রসাদ হালদার, শুভঙ্কর মোহান্ত, দীপক হালদার, উমা বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীদের। ছবিটির শ্যুটিং হচ্ছে আমিজগঞ্জে। সেখানকার নাট্যকর্মীদের অনেকেই এই ছবিতে নানা চরিত্রে অভিনয় করছেন। সব মিলিয়ে জমজমাট হবে এই ছবি, এমনই আশা নির্মাতাদের।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *