আন্তর্জাতিক সংবাদ

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সিরিয়া

image 712273 1693327501
print news

দক্ষিণাঞ্চলের ক্রমবর্ধমান সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সিরিয়া। গত সপ্তাহে শুরু হওয়া এ বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে যেন আরও চড়াও হয়ে উঠেছে।

বিক্ষোভকারীরা সোমবার আবারও দেশটির দক্ষিণের সুওয়াইদা প্রদেশে জড়ো হন। জ্বালানির দাম বৃদ্ধি এবং অর্থনৈতিক দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতি ক্ষোভের কারণে এ বিক্ষোভের সৃষ্টি হয়। স্লোগানে স্লেগানে এ সময় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।

২০১১ সালের বিদ্রোহের পর থেকেই সরকারের নিয়ন্ত্রণে রয়েছে সুওয়াইদা প্রদেশটি। দেশটির ‘দ্রুজ’ সংখ্যালঘুদের আবাসস্থল।
অ্যাক্টিভিস্ট নেতৃত্বাধীন সংগঠন সুওয়াইদা ২৪-এর নির্বাসিত প্রধান রায়ান মারুফ বলেন, ‘সুওয়াইদা এর আগে এরকম আন্দোলন দেখেনি। এই শাসন ব্যবস্থা জনগণকে কোনো প্রয়োজনে সরবরাহ করতে সক্ষম নয়।’

জোর দিয়ে বলেন, ‘কেউ অর্থনৈতিক দাবি করছে না। পুনর্নবীকরণ প্রতিবাদগুলো রাজনৈতিক পরিবর্তনের আহ্বান সম্পর্কে।’

মারুফ আরও বলেন, ‘তারা অর্থনৈতিক সংস্কার চাইলে ভিন্নভাবে প্রতিবাদ করত। ব্যাংক ভাঙার চেষ্টা করত অথবা জ্বালানি ভর্তুকি ফিরিয়ে আনার চেষ্টা করত। তারা বাথ পার্টি অফিসে আক্রমণ করত না। তারা চায় আসাদ চলে যাক।’

সিরিয়ার পাউন্ডের মূল্য দিন দিন হ্রাস পাচ্ছে। গত বছরের শেষের দিকে এর মান থেকে তিনগুণ কমেছে। সরকার রুটি ও পেট্রোলসহ মৌলিক পণ্যগুলোর জন্য ভর্তুকিতে একটি ব্যয়বহুল পুনর্গঠন পরিকল্পনার মধ্যে মজুরি বৃদ্ধি অব্যাহত রেখেছে।
যুদ্ধাপরাধ ও অবৈধ মাদক ব্যবসার সঙ্গে সরকারের জড়িত থাকার অভিযোগ বছরের পর বছর ধরে সংঘাত ও দুর্নীতি এবং পশ্চিমা নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা নিয়ে দেশটির অর্থনীতি লড়াই করছে।

জাতিসংঘ জানায়, দেশটির ১২ বছরের সংঘাত তার জনসংখ্যার ৯০ শতাংশকে দারিদ্র্যসীমার মধ্যে ঠেলে দিয়েছে। জুন মাসে এ কথা জানায়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *