বরিশালের বাকেরগঞ্জে পুলিশের নাকের ঢগায় এজাহারভুক্ত আসামীর সংবাদ সম্মেলন!


বাকেরগঞ্জ সংবাদদাতা,বরিশাল:
পুলিশের নাকের ঢগায় সংবাদ সম্মেলন করেছেন একটি মামলার এজাহারভুক্ত আসামী। বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সরকারি দলে ঘাপটী মেরে থাকা প্রতারণা মামলার দুস্কৃতকারীদের পক্ষে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজক! উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরমেয়র লোকমান হোসেন ডাকুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসাইন, অমল চন্দ্র দাস শিবু, পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার। দলীয় গঠনতন্ত্র এবং নীতিনৈতিকতার বিরুদ্ধে প্রতরকের পক্ষে অবস্থান নেয়ায় প্রায় সকল শ্রেণিপেশার মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু ও তার ছোট ভাই সুমন হাওলাদারসহ কিরন মালার বিরুদ্ধে অসচ্ছল প্রতিবন্ধী ও গরীবের ভিজিডি ভাতার কার্ড করে দেয়ার নামে নগদ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে পাদ্রীশিবপুর ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের বাসিন্দা আব্দুল সালাম মোল্লার স্ত্রী ভুক্তভোগী বেবী বেগম বাকেরগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন গত ২৪ আগস্ট বৃহস্পতিবার।
ওই ঘটনায় গত ২৭ আগস্ট রবিবার দুপুরে ভুক্তভোগীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করার পর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এর পর নানা নাটকীয়তা শেষে পরিস্থিতিগত কারণে বাধ্য হয়ে মামলা এজাহারভুক্ত করা হয়। যার নং- জিআর ৩৫। মামলা এজাহারের পরপরই কুটচালের অবলম্বন করেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নামে একটি ফন্দিবাজচক্র। নিজদলীয় নেতাকর্মীসহ অধিকাংশের দাবি, এ চক্রের প্রধান হোতা উপজেলা আওয়ামী লীগের নেতা এবং তার অনুগতরা।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু জানান, বিষয়টি দলীয়ভাবে বিবেচনা না করে আইনের ওপর ছেড়ে দেওয়া উচিৎ ছিলো। এখনও সময় আছে ন্যায় বিচারের স্বার্থে নিজেদের হাতে তুলে না নিয়ে আইন আইনের গতিতে চলতে দেয়াকেই শুভ লক্ষণ বলে তিনি মনে করেন।
বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খান মোহাম্মাদন সেলিম দাবি করেন, ঘটনাটি ষড়যন্ত্রমুলক এবং দলীয়ভাবমুর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে বাকেরগঞ্জ থানা পুলিশের রুটিনওয়ার্ক কর্মকান্ড।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জানান, মামলা এজাহারভুক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশের নাকের ঢগায় এজাহারভুক্ত আসামীর সংবাদ সম্মেলন আইনগতভাবে বৈধ কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি সে আইন জানেন না বলে দাবি করেন।