রাজনীতি

ডেঙ্গুতে মৃত্যুর দায় এড়াতে পারে না সরকার: জিএম কাদের

image 714459 1693841273
print news

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ। তিনি বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কারও যেন কোনো দায় নেই। প্রতিদিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে-সবাই যেন তামাশা দেখছে।

সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। জিএম কাদের আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশ, রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩৪ জন মারা গেছেন। সাধারণ মানুষের ধারণা মৃতের সংখ্যা আরও বেশি। সরকারি হিসাবে এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে বাসা-বাড়িতে কত লাখ মানুষ চিকিৎসা নিয়েছেন, এর কোনো হিসাব নেই কারও কাছে। সরকারি হিসাবে রোববারও ২ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে জায়গা পাচ্ছেন না ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ডেঙ্গু আক্রান্ত মানুষের মাঝে চিকিৎসার জন্য হাহাকার উঠেছে, দেখার যেন কেউ নেই। ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, রাজধানীর দুই সিটি কর্তৃপক্ষ মশক নিধনের নামে সাধারণ মানুষকে হতাশ করেছে। মশা নিধনে যে ওষুধ স্প্রে করছে, তাতে সাধারণ মানুষের বিশ্বাস নেই। সাধারণ মানুষ মনে করে, দুর্নীতির জন্যই নকল ওষুধ স্প্রে করছে কর্তৃপক্ষ। দেশের মানুষ জানতে চায়, মশক নিধনে সরকার কী কার্যক্রম হাতে নিয়েছে। আর মশা নিধনে ব্যবহৃত ওষুধ কেনার নামে কোনো দুর্নীতি হলে দায়ীদের বিচারের মুখোমুখি করতেও দাবি জানিয়েছেন জিএম কাদের।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *