মোবাইলে কথা বলার সময় সাপে কামড়, হাসপাতালে যুবকের মৃত্যু


নোয়াখালীর চাটখিলে মোবাইলে কথা বলার সময় সাপের কামড়ে নুপূর কর্মকার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নুপূর সোনাইমুড়ী উপজেলা অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) বাড়ির উঠানে বসে কথা বলার সময় সাপে কামড় দেয় তাকে। রাতে স্থানীয় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যান নুপূর। মৃত নুপূর কর্মকার (৩৩) উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর এলাকার কর্মকারবাড়ির কুন্তল কর্মকারের ছেলে।