রাজনীতি

শিবির সম্পৃক্ততার অভিযোগে আ. লীগ নেতাকে অব্যাহতি

1694007896 95e97ab2d2a239768a44bccfbdea730e
print news

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাজেদুল হক সাজুকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অতীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথে সম্পৃক্ততার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়।

বুধবার (০৬ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি ও সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

লিখিত পত্রে জানানো হয়েছে, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যে কমিটি দেওয়া হয়েছে, সেখানে কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাজেদুল হক সাজুকে শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক করা হয়।
এ খবর দলীয় নেতৃবৃন্দের কাছে পৌঁছলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে দলীয় মিটিংয়ে সর্বসম্মতিক্রমে চাঁদাবাজ, বহুবিবাহ, সাবেক শিবির নেতা, ধর্ষণ মামলার আসামি, পিতা জামায়াত নেতা ও সহিংস মামলার আসামিসহ অসংখ্য অভিযোগ পাওয়া যায়। এর প্রেক্ষিতে সাজুকে অব্যাহতি প্রদান করে উপজেলা আওয়ামী লীগ।

এ ছাড়া সাতক্ষীরা জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নিকট সাজেদুল হক সাজুকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *