চট্টগ্রাম বাংলাদেশ

দিনদুপুরে যুবলীগ কর্মীর হাতে যুবলীগ নেতা খুন

13 20230911000412
print news

নগরীতে নিজ দলীয় কর্মীর ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবলীগ নেতা।  রোববার দিনদুপুরে পাহাড়তলী থানার মধ্যম সরাইপাড়া এলাকায় হাজী আশরাফ আলী মাদরাসা এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোসেন মান্না ওই এলাকার দফাদার বাড়ির বাসিন্দা। প্রকাশ্যে বড় ছোরা পেটে ঢুকিয়ে মান্নাকে হত্যার মুহূর্তের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির উদ্দিন জানান, মোহাম্মদ হোসেন মান্না ও জসিম উদ্দিন পরস্পর বন্ধু। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। দুপুর পৌনে ২টায় রাস্তায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এর মধ্যে জসিম মান্নাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত মান্নাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মান্নার মৃত্যুর খবর পেয়ে স্বজনদের পাশাপাশি এলাকার লোকজনও চমেক হাসপাতালের মর্গের সামনে জড়ো হন। স্থানীয়রা মান্নাকে যুবলীগ নেতা উল্লেখ করে হত্যার প্রতিবাদ জানান। পুলিশ জানিয়েছে, জড়িত জসিম উদ্দিনও যুবলীগের কর্মী। পদ-পদবী নিয়ে নাকি এলাকায় আধিপত্য নিয়ে এ খুনের ঘটনা তা তদন্ত করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রকাশ্যে রাস্তায় লম্বা ছোরা দিয়ে মান্নাকে উপর্যপুরি আঘাত করে জসিম। আশপাশের লোকজন তার ছবি মোবাইলে ধারণ করে। তবে তাকে বাঁচাতে কেউ এগিয়ে যায়নি।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *