রাজাপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন অনুষ্ঠান


রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বেতার অনুষ্ঠান “নারী কথা” সমতা ও ক্ষমতায়ণে নারীর অবস্থান এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) ২০২৩ বেলা ১১ ঘটিকায় রাজাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অপরাজিতা নেটওয়ার্ক এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারহানা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। উপস্থিত ছিলেন, অপরাজিতার বিভাগীয় প্রকল্পের সমন্বয়কারী ঝুমু কর্মকার, ঝালকাঠি জেলা সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল, মনিটরিং অফিসার তানভীর মোশারফ, ফিল্ড কর্ডিনেটর শাহানাজ পারভীন, সীমা বিশ্বাস। রাজাপুর অপরাজিতা নেটওয়ার্ক এর সভাপতি নাদিরা পারভীন, সাধারণ সম্পাদক বাউল ছালমা প্রমূখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাজাপুরের স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ছালমা যুব সংস্থা ও শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। সার্বিক সহযোগীতায় ছিলেন সাংবাদিক আঃ রহিম রেজা, আলমগীর শরীফ, মোঃ নাঈম ও অপরাজিতা সাবিনা ইয়াসমিন।
রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সকল ক্ষেত্রে নারীর সমঅংশগ্রহণ গণতন্ত্রের মূলমন্ত্র। গৃহস্থলী কাজে নারী ও পুরুষের সমঅংশগ্রহণ, কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সমঅংশগ্রহণ, নির্বাচনে বৈষম্যমুক্ত প্রার্থীতা, নির্বাচনে নারী ও পুরুষের উভয় সমর্থন, কমিউনিটি পর্যায়ে বিচার ও সালিশ কার্যক্রমে নারীর মূখ্য ভূমিকা।