তুরাগ নদে নৌকা ভ্রমণে ইমানুয়েল মাখোঁ


ঢাকায় সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বৃষ্টির মধ্যেই রাজধানীর তুরাগ নদে নৌকা ভ্রমণে গেছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তুরাগতীরে পৌঁছান তিনি।
তখন সেখানে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই তুরাগ নদ ঘুরে দেখেন মাখোঁ। উপভোগ করেন নৌকাবাইচ।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দুপুরের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে মাখোঁর। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।দিনের শুরুতে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।ইমানুয়েল মাখোঁ সকালে সেখানে পৌঁছলে তাকে স্বাগত জানান বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটে নয়াদিল্লি থেকে মাখোঁকে বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুদিনের সফরে ঢাকায় আসেন তিনি।