বিনোদন

তারকা গড়ার কারিগর সোহানুর রহমান সোহান

1694620338.taroka shohan
print news

নব্বই দশকের অন্যতম আলোচিত সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’র নির্মাতা সোহানুর রহমান সোহান। তুমুল বাণিজ্য সফল হয় সিনেমাটি।
এছাড়াও বেশ কিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন তিনি।

এসব সিনেমার মাধ্যমে হয়ে উঠেছিলেন একজন তারকা গড়ার নেপথ্য কারিগর।

সত্তরের শেষের দিকে পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন সোহানুর রহমান সোহান। এরপর পরিচালনায় নাম লেখান এবং নির্মাণ করেন অসংখ্য সিনেমা।

তার প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ মুক্তি পায় ১৯৮৮ সালে। এরপর তিনি নির্মাণ করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩) সিনেমা। যে সিনেমা দিয়ে ঢালিউড পেয়েছিল সালমান শাহ ও প্রিয়দর্শিনী মৌসুমীকে। সিনেমাটি তুমুল ব্যবসা করে এবং সালমান-মৌসুমী রীতিমতো তারকা বনে যান।

তার হাত ধরে নায়ক হয়েছিলেন এখনকার শীর্ষ নায়ক শাকিব খানও। এই নির্মাতার ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯) সিনেমা দিয়েই চলচ্চিত্রে পা রাখেন শাকিব। এছাড়াও পপি, ইরিন জামানের অভিষেকও হয় সোহানের হাতে।

সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯) প্রভৃতি। তার নির্মিত সিনেমার সংখ্যা ২৫টি।

চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও ব্যক্তিগত উদ্যোগেও চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ের শিক্ষক হিসেবে কাজ করেছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘুমের মধ্যে ইন্তেকাল করেন সোহানুর রহমান সোহান। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্ট্রোক করে মারা যান নির্মাতার স্ত্রী। স্ত্রীর শোক সইতে না পেরে আজ ঘুমের মধ্যেই তিনি পাড়ি জমান না ফেরার দেশে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *