দুবাই থেকে উজবেকিস্তানে পালিয়েছেন বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া আলোচিত কোম্পানি মেটাভার্স ফরেন এক্সচেঞ্জের (এমটিএফই) প্রতিষ্ঠাতা মাসুদ আল ইসলাম। বাংলাদেশে কোম্পানির প্রতারণার বিষয়টি ছড়িয়ে পড়লে এর কিছুদিন পরই দুবাই থেকে তিনি পালিয়ে যান বলে জানা গেছে।
দুবাইয়ে অবস্থান করা এমটিএফইর অন্যতম প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কর্নেল (অব.) মোবাশ্বিরুল ইবাদ ওরফে মিশু বিষয়টি নিশ্চিত করেন। মিশু ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান মাহবুবুল হুদার ছেলে।
আরও পড়ুন:
মোবাইলফোনে যোগাযোগ করা হলে মোবাশ্বিরুল ইবাদ মিশু বলেন, মাসুদের বিষয়ে স্থানীয় কনস্যুলেট, সিআইডিসহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছিল। এরই মধ্যে সে উজবেকিস্তানে পাড়ি দেয়। তাকে ধরতে না পারলে সঠিক তথ্য মানুষ জানবে না।
তিনি বলেন, গণমাধ্যমে কথা বলার পর মাসুদ এখন হুমকি দিচ্ছে। সে আমাকে পথে বসিয়েছে। মানুষ ভাবছে আমি অনেক বড় কিছু। বাস্তবতা হলো, সে আমার মানসম্মান সব শেষ করে দিয়েছে। যাদের আমি চিনিও না, আমার নামে বলা হচ্ছে টাকা নিয়েছি। অথচ আমার নিজের সব টাকা ব্লক করে দিয়েছে। আমি এক কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি।
বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ১১ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান এমটিএফই। রাতারাতি ধনী হওয়ার লোভে এমএলএম কোম্পানির এই প্রতারণায় জড়িয়ে সর্বস্বান্ত হয়েছেন বাংলাদেশের অসংখ্য মানুষ। প্রতারণা করা এমটিএফইর প্রতিষ্ঠাতা দুবাই প্রবাসী মাসুদ আল ইসলাম। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরের জাহাপুর।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত