আন্তর্জাতিক সংবাদ

ভিয়েতনামে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৫৬

image 23232 1694631149
print news

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ৯ তলার একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুন লেগে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েক জন আহত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

দেশটির সরকারি সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, গত মঙ্গলবার মধ্যরাতে এ আগুনের সূত্রপাত হয়। তবে ওই দিন দিবাগত রাত ২টার দিকেই এ আগুন নিয়ন্ত্রণে আসে।

এক বিবৃতিতে হ্যানয় পুলিশ বিভাগ বলছে, এ অগ্নিকাণ্ডে ৫৬ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভিটিভি।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে ১৫০ জন বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে আগুনে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্ট ও ভবন থেকে লাফিয়ে পড়ে আঘাত পাওয়া ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের পাশের ভবনের এক বাসিন্দা বলেন, অনেক মানুষ সাহায্যের জন্য চিৎকার করেছেন। আমরা তাদের খুব বেশি সাহায্য করতে পারিনি। ভবনটি এতই আবদ্ধ ছিল যে সেখান থেকে বেরোনোর কোনো পথই ছিল না।

এ ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভিয়াতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন। এরপর বুধবার হাসপাতালেও আহত ব্যক্তিদের দেখতে যান তিনি। এ ঘটনায় কারণ উদঘাটনে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ফাম মিন চিন।

গত কয়েক বছলে ভিয়েতনামে বেশ কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছর হো চি মিন শহরের একটি বারে আগুন লেগে ৩২ জনের মৃত্যু হয়েছিল। ওই অগ্নিকাণ্ডে আরও ১৭ জনের মতো মানুষ আহত হয়েছিল।

এ ছাড়া ২০১৮ সালে হো চিন মিন শহরে একটি আবাসিক ভবনে আগুন লেগে ১৩ জন এবং ২০১৬ সালে হ্যানয়ের একটি বারে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *