বিনোদন

সুখবর দিলেন ফারিণ!

image 23165 1694606916
print news

তাসনিয়া ফারিণ। দর্শকপ্রিয় এই অভিনেত্রী দেশ পেরিয়ে এখন কাজ করছেন পশ্চিমবঙ্গে। ফলে একরকম ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এর ফাঁকেই সেরেছেন বিয়ে। এর পর চলে যান হানিমুনে।

হানিমুন থেকে ফিরেই সুসংবাদ দিলেন ফারিণ। কলকাতার আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। বিপ্লব গোস্বামীর পরিচালনায় ‘পাত্রী চাই’ এই শিরোনামের ছবিটির চিত্রনাট্যও তার নিজের। জানা যায়, আলো চরিত্রে পর্দায় দেখা যাবে তাকে।

বর্তমানে শোবিজের ব্যস্ততম এই অভিনেত্রী বলেন, চিত্রনাট্য এত সুন্দর যে, একবার পড়ার পর আর দ্বিতীয়বার পড়তে হয়নি আমাকে। প্রথম পড়াতেই আমার খুব পছন্দ হয়ে যায়। ফলে আমি এক কথায় রাজি হয়ে যাই।

জানা গেছে, আগামী ৩০ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং হবে। তবে একটানা নয়, মাঝে একটা বিরতি দিয়ে নভেম্বরে শেষ হবে এ সিনেমার শুটিং। এতে ফারিণের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অর্জুন চক্রবর্তী। আরও আছেন সব্যসাচী চক্রবর্তী, মমতা শংকর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *