পুলিশ অফিসারদের সংশোধনাগার রংপুর


ডিএমপির সাময়িক বরখাস্ত অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে পুলিশের রংপুর রেঞ্জে সংযুক্ত করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে জেলায়। এ বিষয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের প্রতিক্রিয়া পোস্ট করে প্রশ্ন তুলেছেন। ফেসবুকে পোস্ট করা অধিকাংশ স্ট্যাটাসে প্রশ্ন উঠেছে- রংপুর কী পুলিশ অফিসারদের সংশোধনাগার?
ঢাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ওপর নির্যাতনের ঘটনায় এডিসি হারুন অর রশিদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এডিসি হারুনকে রংপুরের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করার বিষয়টি জানানো হয়।
গত ৩-৪ বছরের মধ্যে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত ও বদলি করা হয়েছে। তারা কোনো না কোনো ঘটনার জন্য বেশ আলোচিত ও সমালোচিত। এরপর এডিসি হারুনের বদলি নিয়ে রংপুর নগরীসহ বিভাগজুড়ে তাকে নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চলছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকে মন্তব্য করেছেন নিজেদের ফেসবুক স্ট্যাটাসে।
শাহ রেজাউল করিম নামের একজন তার ফেসবুকে লিখেছেন- কী চমৎকার? আগে ছিল শাস্তির বদলি পার্বত্যাঞ্চল; এখন সেই স্থান দখল করছে সমতল ভূমি রংপুর। ফ্যাক্ট এডিসি হারুন এখন রংপুরে বদলি।
আব্দুল করিম সরকার নামে অপর একজন স্ট্যাটাসে লিখেছেন- রাখিব নিরাপদ দেখাব আলোর পথ! রংপুর এখন সংশোধনাগার, নিরাপদ আশ্রয় কেন্দ্র।
মানবধিকারকর্মী মিলি মায়া স্ট্যাটাসে লেখেন- ‘যারাই শাস্তির আওতায় আসে, তাদের রংপুরে পোস্টিং দেওয়া হয়, এর কারণ কী?’
সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক আঞ্চলিক ভাষায় লেখেন- ‘হামার অমপুরোত এত মধু, আগোত আচলো খাগড়াছড়ি বান্দরবান এ্যালা অম্পুরোতে সমাধান।’
শাহাজাহান লিটন নামে একজন ব্যবসায়ী লেখেন- ‘আগে বরখাস্ত হলে বান্দরবান অথবা খাগড়াছড়ি পাঠাতো, এখন দেখি রংপুরে?’ এছাড়াও অনেকেই নানান মন্তব্য করেন।
সচেতন মহল বলছে, শুধু পুলিশে নয়, অন্যান্য দফতরেও রংপুরে বদলি বেশি হয়। তবে রংপুর রেঞ্জে পুলিশের বদলি কিংবা সংযুক্তির বিষয়টি বেশি আলোচনায় আসছে, কেননা আলোচিত ঘটনার পর বদলি কিংবা সংযুক্তি হচ্ছে। তবে রংপুরকে বেছে নেওয়া ঠিক না বলে তারা মন্তব্য করেন।