আদিলুর-নাসিরের মামলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ


মানবাধিকার সংস্থা অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার এক দিন পর এ নিয়ে বিবৃতি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিপ্লোম্যাটিক সার্ভিস ‘ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের’ (ইইএএস) মুখপাত্র। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ইইএএসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে- ইউরোপীয় ইউনিয়ন অধিকারের মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অধিকারের নেতৃত্বের জন্য যথাযথ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে বারবার উত্থাপন করেছে। ইইএএস মুখপাত্র বলেন, ইইউ অধিকারের নিবন্ধন বাতিলের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে। নিবন্ধন বাতিল করায় সংস্থাটির পক্ষে কাজ করা অত্যধিক কঠিন হয়ে পড়েছে। ‘প্রতিশোধের ভয়ভীতি ছাড়াই সুশীল সমাজের কাজ করার জন্য একটি সক্ষম পরিবেশ গড়ে তুলতে ইইউ বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছে’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়- গণতান্ত্রিক সমাজের জন্য মতপ্রকাশের স্বাধীনতা, মেলামেশার স্বাধীনতা এবং প্রাণবন্ত নাগরিক সমাজ থাকাটা অপরিহার্য।