বিনোদন

জায়েদের নায়িকা সায়ন্তিকা রেগেছেন :হাত ধরো না, মুখে বুঝিয়ে দাও

image 23721 1694775231
print news

কথা উঠেছে বাংলাদেশি পরিচালক তাজু কামরুলের নির্মিতব্য সিনেমা ‘ছায়াবাজ’-এর কাজ শেষ না করেই কলকাতায় ফিরে গেছেন এ ছবির অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। নায়িকার দাবি, নৃত্য পরিচালক মাইকেল অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছে। নৃত্য পরিচালককে বদল না করলে আর এ সিনেমায় কাজ করবেন না সায়ন্তিকা।
তাজু কামরুল  বলেন, ‘বিষয়টি এমন নয়। এটিকে একেকজন একেক দিকে নিচ্ছে।’

নির্মাতার কাছে স্পষ্টভাবে জানতে চাওয়া হয়, নৃত্য পরিচালকের বিরুদ্ধে সায়ন্তিকা যে অভিযোগ এনেছেন তা সত্য কিনা? জবাবে তিনি বলেন, ‘স্পর্শ করার ঘটনা ঘটেছে এবং সায়ন্তিকা আপত্তি তুলেছেন—এটা সত্য। সায়ন্তিকা অভিযোগ করেছেন, অনুমতি ছাড়াই তার হাত ধরা হয়েছে।’

তবে শুধু স্পর্শ করেছে বলে শুটিং সেট থেকে নায়িকা চলে গেছেন এবং তার সিনেমা এখন অনিশ্চয়তায়— এসব খবরকে ভিত্তিহীন বলেছেন পরিচালক।

তাজু কামরুল বলেন, ‘সায়ন্তিকা নৃত্য পরিচালক বদলের দাবি করেছিলেন। তিনি স্পর্শ করার জন্যই যে চলে গেছেন তেমনটা নয়। তিনি কাজ শেষ করেই গেছেন। তার শিডিউল ছিল ৯ তারিখ পর্যন্ত। তিনি শুটিং শেষ করেই গেছেন।

একই কথা শোনা গেল এ সিনেমার নায়ক জায়েদ খনের মুখে। কালবেলাকে তিনি বলেন, ‘সায়ন্তিকা ভারতীয় সংবাদমাধমে স্পষ্ট করে দিয়েছেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। ঠিক হয়ে গেছে। আবার সেকেন্ড লটে শুটিং করবেন তিনি।’

ঘটনার বর্ণনা দিয়ে নৃত্য পরিচালক মাইকেল বলেন, ‘প্রথম গান শেষ করে দ্বিতীয় গানের শুটিং করছিলাম। নাচের স্টেপ দেখানোর জন্য সায়ন্তিকার হাত ধরতেই তিনি বললেন—হাত ধরো না, মুখে বুঝিয়ে দাও। আমি সেভাবেই তাকে বুঝিয়ে দিয়েছি।

পরিচালক জানিয়েছেন, মাইকেলকেও পরিবর্তন করা হয়নি। গানের কাজ কমপ্লিট করেই কলকাতায় ফিরেছেন সায়ন্তিকা।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *