মতামত

লিটন বাশার’র বিকল্প হতে পারেনি কেউ

356384357 6261394890581412 8325173196976253048 n
print news

মামুনুর রশীদ নোমানী :

সাংবাদিক লিটন বাশার। ছিলেন একজন সাহসী সাংবাদিক। সাংবাদিকদের নেতা। সাংবাদিকদের কল্যানে কাজ করে গেছেন মুত্যুর আগ পর্যন্ত। শত বাঁধা আর বিপত্তি উপেক্ষা করে চলেছেন। তার সাথে পরিচয় ভোলায় বসে। ভোলায় বরিশালের স্থানীয় একটি পত্রিকার ব্যুরো প্রধান ছিলেন। ভোলা থেকে ঢাকায়। ঢাকা থেকে বরিশালে। বরিশালে আসার পরে প্রায়ই তার কাছে যেতাম। সাংবাদিকতার কলা কৌশল শিখতাম। আমার নাম নোমানী হলেও তিনি ডাকতেন নুমান নামে। দৈনিক শাহনামা থেকে তার সাংবাদিকতা শুরু । আমি শাহনামায় কর্মরত তাই আলাপ আলোচনা হতো খোলা প্রানে। তার থেকে নিউজ নিয়ে শাহনামায় দিতাম। শাহনামার তৎকালীন বার্তা সম্পাদক ওয়াজেদ আলী খান গুরু। নিউজ দেখে বলতো এতো লিটন বাশারের লেখা নিউজ। এডিট করে দিতেন গুরু। ২০০৮ সাল। একটি সংবাদ আমাকে লিটন বাশার ভাই দিয়ে বলে নুমান কাল শাহনামায় ছাপিয়ে দিও। তার কথা মত ছাপিয়ে দিলাম। সে নিউজটি একই দিন ইত্তেফাকে প্রকাশিত হয়েছিল ভিন্ন শিরোনামে।

356372808 6261394823914752 1998417809515575452 n

শাহনামায় ও ইত্তেফাকে শিরোনামের মুল বিষয় ছিল জেলা প্রশাসনে গন পদোন্নতি ও বদলী। নিউজ প্রকাশের পরে ডিজিএফ আই ও র‍্যাব অফিস থেকে ডাক এলো। গেলাম। হাজারো প্রশ্ন। উত্তর একটাই দিয়েছি যে এই সংবাদটি দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে, নিন এই ইত্তেফাকের কপি। ডিজিএফ আই ও র‍্যাব অফিসে লিটন বাশার কল দিয়ে বলে দিলো এ সংবাদ আমি করেছি নুমান নির্দোষ। যদি কিছু করেন আমাকে করেন। সাথে সাথে রক্ষা পেলাম। সে এক দীর্ঘ ইতিহাস। এভাবে বিপদে আপদে আমিসহ সকল নিপিড়িত নির্যাতিত সাংবাদিকদের পরম বন্ধু ছিলেন লিটন বাশার। উপরোল্লিখিত ঘটনার মত শত ঘটনা রয়েছে। সর্বাগ্রে এগিয়ে এসেছিলেন লিটন বাশার। আজ বরিশালে শত শত সাংবাদিক। লিটন বাশারের বিকল্প কেউ হতে পারেনি। কারন অনেক । তার মধ্য অন্যতম কারন বর্তমানে দালাল আর পা চাটা সাংবাদিকদের সংখ্যা বেশী। এসব দালালরা সহায় সম্পদ বাড়াতে ব্যস্ত।

356367328 6261394700581431 279651324648046081 n

বরিশালে সাংবাদিকদের নেতৃত্ব দিবে এমন একজন লিটন বাশারের আজ বড় প্রয়োজন। আজ সকলে পিঠ বাঁচিয়ে চলে পদলেহনই যেন তাদের বড় কর্ম। কথিত সাংবাদিক নেতাদের অভাব নেই। এসব নেতা দেখলে লজ্জা লাগে। ইচ্ছে করে থুথু ফেলি ওদের গায়ে। লিটন বাশার কেন জনপ্রিয় হয়েছিল কারন তিনি ছিলেন আপোষহীন সাংবাদিক নেতা। ছিলেন সাংবাদিকদের বন্ধু। লিটন বাশার যাদের নেতা বানানোর চেষ্টা করেছিলেন সেসব সাংবাদিকরা আজ লিটন বাশারকে ভুলে গিয়ে স্বার্থহাসিলে ব্যস্ত। লিটন বাশার একজনই হয়। তার বিকল্প হতে পারেনি কেউ। বরিশালে বর্তমানে সাহসি সাংবাদিক আর সাংবাদিক নেতা নেই। যা আছে তারা সাংবাদিক নেতা নয়।তারা দালালীতে ব্যস্ত। ব্যস্ত সাংবাদিকদের ক্ষতিকরার ষড়যন্ত্র নিয়ে।২০১৭ সালের ২৭ জুন লিটন বাশার ইন্তেকাল করেন। তার রুহের মাগফিরাত কামনা করি। লিটন বাশার বেচেঁ থাকবেন হাজারো সাংবাদিকদের হৃদয়ে। লিটন বাশার জন্ম হোক এই বরিশালে ।সাংবাদিকদের মধ্য থেকে যিনি হবেন একজন সাহসী সাংবাদিক নেতা এমন প্রত্যাশা আমাদের।

356441086 6261398187247749 2017703795775088270 n
” সাহসী সাংবাদিক লিটন বাশার একজনই হয়”
বরিশালে সাংবাদিকতার বয়স প্রায় দুই যুগ। সাংবাদিক নেতা রয়েছেন অনেক। অনেক সাংবাদিক নেতাদের মাঝে বহুজনকে পছন্দ আবার বহুজনকে অপছন্দ করি। পছন্দের তালিকা দীর্ঘ আবার অপছন্দের তালিকাও দীর্ঘ। কেউ আমাকে ভালোবাসে আবার কেউ গালাগালও করে পিছনে পিছনে। যাদের ভালোবাসি ভালো লাগে তাদের মধ্য একজন সাংবাদিক লিটন বাশার। কেনো ভালো লাগে তার কারন অনেক গুলো। তাকে প্রথমে ভালো লাগে যে তিনি সরাসরি সামনাসামনি কথা বলেন।
14352326 1112441205477565 6393966758093879227 o
প্রকৃত কোন সাংবাদিক বিপদে পড়লে এগিয়ে আসেন। অসভ্য জোচ্চর বেয়াদব মিঠা জামির মার্কা লোকদের পছন্দ করেননি । তিনি বরিশাল প্রেসক্লাবের সাবেক সম্পাদক। রাজপথে ওসি সাখাওয়াতের বিচার দাবিতে আন্দোলন,সাংবাদিকদের ওপর হামলা, সাবেক প্রেসক্লাবের সম্পাদক পুলক চ্যাটার্জীকে কুপিয়ে আহত করার ঘটনার বিচার দাবিতে লিটন বাশারের ভুমিকা ছিলো প্রশংসনীয়। পুলক চ্যাটার্জীর ওপর হামলার ঘটনাকে অনেকে ব্যক্তিগত বললেও সেদিন লিটন বাশার বলেছিলেন ঘটনা যাইহোক পুলক চ্যাটার্জী সাংবাদিক। সভার পরেই লিটনবাশারের নেতৃত্বে আমরা বৃষ্টি উপেক্ষা করে রাজপথে নেমেছিলাম। এটি একটি উদাহরন। এভাবে লিটন বাশার এগিয়ে এসেছেন সাংবাদিকদের ওপর হামলা হলেই। তিনি কোন সহকর্মীর সাথে বেইমানী করেননি। করেননি কোন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্র। লিটন বাশার একজনই হয়। লিটন বাশারের রুহের মাগঠিরাত কামনা করি। সেই সাথে আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

 

মামুনুর রশীদ নোমানী,
সাংবাদিক,বরিশাল।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *