বিনোদন

ফিরছেন মাহি

74051 maho
print news

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। তবে অভিনয়ে অনেকটাই অনিয়মিত। তার পরিবর্তে তিনি সক্রিয় রাজনীতিতে। তবে ভক্তদের অপেক্ষা ছিল কবে ফিরবেন তিনি! জানা গেল, খুব শিগগিরই লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরছেন এ নায়িকা। বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মাহি। মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। আসন্ন অক্টোবর মাস থেকেই সিনেমার শুটিংয়ে অংশ নিবেন এই নায়িকা। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগামাধ্যমে চুক্তিপত্রের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক মুন্না খান। শুটিংয়ে ফেরা প্রসঙ্গে মাহি বলেন, আসলে অনেক দিন পরে আবারো শুটিংয়ে ফিরছি।

তাই কিছুটা ভয় কাজ করছে। তবে যেহেতু শুটিং আমার প্রিয়, তাই এটা নিয়ে তেমন ভাবছি না। একটু প্রস্তুতি নিলেই আশা করছি সব ঠিক হয়ে যাবে। নিজেকে প্রস্তুত করছি। আমার বিশ্বাস, পুরো ফিট হয়েই শুরু করতে পারবো। এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ডার্ক ওয়ার্ল্ড’ একটি গল্পভিত্তিক সিনেমা। এতে গতানুগতিক নায়ক-নায়িকার কোনো বিষয় নেই। অনেকগুলো চরিত্রের মিশ্রণের মধ্যদিয়ে একটি গল্প তৈরি হবে। এরইমধ্যে মাহির সঙ্গে চুক্তি হয়েছে। আশা করি আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু করতে পারবো। ডার্ক ওয়ার্ল্ডে ডাকাতের চরিত্রে দেখা যাবে এ সিনেমার প্রযোজক মুন্না খানকে। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *