খেলাধুলা

তানজিমের শাস্তি চাইলেন নায়িকা জ্যোতি

image 24602 1695060639
print news

তানজিম হাসান সাকিব। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে একটি ম্যাচ খেলেছেন তিনি। অভিষেকেই বাজিমাত করেন বাংলাদেশি এই পেসার। এ নিয়ে প্রশংসা পেলেও নিজের ফেসবুকে দেওয়া কিছু পুরোনো পোস্টের কারণে সমালোচনায় পড়েছেন সাকিব। মন্তব্য করছেন নানা ব্যক্তি।

সাকিবের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কিছু পোস্ট নিয়ে ইতিমধ্যে বিসিবি কথা বলেছেন। এবার তোপের মুখে পড়লেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই নায়িকা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে তিনি তার ফেসবুকে পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, তানজিম হাসান সাকিব বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় কিন্তু সে এদেশের জাতীয় সঙ্গীত গাওয়া এবং বিজয় দিবস পালন করাকে ঘৃণা করে। তাহলে সে এদেশের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলার অধিকার রাখে কি? এরকম রাষ্ট্রদ্রোহী খেলোয়াড়ের বিরুদ্ধে বিসিবি দ্রুত সিদ্ধান্ত নেবে আশা রাখি।

তিনি আরও লিখেন, ‘এই ক্রিকেটার পেশাজীবী নারীদের নিয়ে যে নোংরা মন্তব্য করেছে,একজন কর্মজীবি নারী হিসেবে আমার সক্ষমতা-যোগ্যতা ও স্বাধীনতাকে তা চরমভাবে অপমান করে।সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন হীন মন্তব্যকারী ক্রিকেটারের আইনগত শাস্তি দাবি করছি আমি। দেশের লাখ কোটি কর্মজীবী নারীদের নিয়ে এমন বিদ্বেষ ছড়ানো খেলোয়াড়কে বাংলাদেশের জাতীয় দল থেকে বহিষ্কার করার দাবি জানাই।’

‘আমি জানি এ প্রসঙ্গে চুপ থাকাই নিরাপদ ভেবে অনেকেই চুপ থাকবে, আবার নিজেকে স্মার্ট প্রমাণ করতে গিয়ে কিছু লোক ইনিয়ে বিনিয়ে ব্যক্তি ও বাকস্বাধীনতার কথা বলবে। কিন্তু এই দুটোই ভয়ংকর। অন্যায় করা আর অন্যায় মেনে নেওয়া সমান অপরাধ বলে আমি মনে করি। আর বাকস্বাধীনতা যদি হয় অন্যকে অপমান, কুসংস্কার ছড়ানো তাহলে সেটা নিশ্চই বাকস্বাধীনতার মধ্যে পড়েনা। আমি স্পস্টভাবে তাই আমার অবস্থান পরিষ্কার করছি।’

‘মগজ ভর্তি নারীবিদ্বেষ ও ধর্মান্ধতা নিয়ে যে কোনো মানুষ বাঁচতেই পারে, সেটা তার মতাদর্শ। কিন্তু যখন একজন প্রকাশ্যে সেসব পিছিয়ে থাকা মতাদর্শ নিয়ে বর্বর সময়কে ইঙ্গিত করে তখন সেই মতাদর্শকে আর বাড়তে দেওয়া ঠিক না। সাধারণ মানুষ হলেও এড়িয়ে যাওয়া যায়,কিন্তু একজন জাতীয় দলের ক্রিকেটার যার লাখ লাখ ফলোয়ার তাকে কোনোভাবেই ছাড় দেওয়া যায়না। তাহলে ঘৃণার চাষাবাদ বাড়তে বাড়তে দেশ আইয়ামে জাহেলিয়ার দিকে আগাবে।’

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *