যশোরে রাজমিস্ত্রিকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ


যশোর জেলা প্রতিনিধি : যশোর সদর উপজেলার আলমনগর মধ্যপাড়া এলাকার জিহাদ হোসেন (২৪) নামে এক রাজমিস্ত্রিকে গত শনিবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার দাবি করা হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার তার পিতা আসাদুজ্জামান বুলু কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আলমনগর মধ্যপাড়ার বাসিন্দা আসাদুজ্জামান বুলু জানান, তার ছেলে জিহাদ রাজমিস্ত্রির কাজ করেন। গত শনিবার দিবাগত রাত ১টার দিকে অজ্ঞাতনামা লোকজন বাড়ির উঠানে দাঁড়িয়ে তার ছেলের নাম ধরে ডাকাডাকি করেন। ডাকাডাকি শুনে আসাদুজ্জামান বুলু ও তার ছেলে জিহাদ ঘর থেকে বেরিয়ে আসেন। এ সময় সাদা পোশাকে থাকা ১০/১২ জন অজ্ঞাতনামা লোকজন নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দেন। তারা তাদের জানান, জিহাদের বিরুদ্ধে অভিযোগ আছে। এ কথা বলে তারা জোর করে জিহাদকে একটি সাদা রঙের মাইক্রোবাসে উঠিয়ে নেন।
অজ্ঞাতনামা ব্যক্তিরা ১টি সাদা রঙের এবং ১টি জাম রঙের মাইক্রোবাসে করে এসেছিলেন। জিহাদকে তারা গাড়িতে উঠিয়ে নেওয়ার পর দ্রুত তারা সেখান থেকে চলে যান। আসাদুজ্জামান বুলু আরও জানান, ছেলের কোনো সন্ধান না পেয়ে এ বিষয়ে রোববার তিনি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।
কোতোয়ালি থানা পুলিশের নবাগত ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনি সবেমাত্র থানায় যোগদান করেছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
ডিবি পুলিশের এসআই মো. মফিজুল ইসলাম জানান, তারা জিহাদ নামে কাউকে আটক করেননি। জিহাদের পিতা থানায় যে অভিযোগ দিয়েছেন সেটির তদন্ত করছেন তারা।