রাজনীতি

সরকারের পদত্যাগ কিংবা অপসারণ সময়ের ব্যাপার মাত্র : মির্জা আব্বাস

image 719905 1695143256
print news

 

বিএনপি ক্ষমতার লোভে আন্দোলন করছে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জনগণের ম্যান্ডেট না নিয়ে, জোর করে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। এ সরকারও পারবে না। সরকারের পদত্যাগ কিংবা অপসারণ সময়ের ব্যাপার মাত্র।

মঙ্গলবার বিকালে কেরানীগঞ্জের জিনজিরায় বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি ক্ষমতার লোভে আন্দোলন করছে না। আন্দোলন করছে দেশ ও জাতিকে আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন থেকে রক্ষার জন্য। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, যাতে জনগণ সিদ্ধান্ত নিতে পারে কে তার নেতা হবে, কে দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে। দেশ রক্ষার এ আন্দোলন করতে গিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছেন। কারাগারে মানবেতর জীবনযাপন করছেন। পুলিশ দিয়ে গ্রেফতার করা হচ্ছে আর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে । চোর ডাকাতের বিচার নাই, বিএনপি নেতাকর্মীদের বিচার হচ্ছে।

এই বিএনপি নেতা বলেন, সরকারের ব্যর্থতার কারণে চাল, ডাল, চিনি, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। এসব নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। বাণিজ্যমন্ত্রী বলছেন- সিন্ডিকেট ভাঙা যাবে না। ১৯৭৪ সালেও সিন্ডিকেট করে সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল; কিন্ত জনগণের প্রতিরোধের কারণে তারা সফল হয়নি।

মির্জা আব্বাস বলেন, একজন ডিসি (জেলা প্রশাসক) ও একজন বিচারপতি বলেছেন বিএনপির হাতে ক্ষমতা দেওয়া যাবে না। আরে বিএনপির হাতে ক্ষমতা দেওয়ার তোমরা কারা। জনগণ নির্ধারণ করবে কার হাতে ক্ষমতা থাকবে। আমরা সেটাই চাচ্ছি।

সরকার পতনের আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে মুক্ত করতে হলে খালেদা জিয়ার মুক্তি দরকার।

খালেদা জিয়ার মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঢাকা জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আ. সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আ. সালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজিমউদ্দীন মাস্টার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *