বিনোদন

অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রযোজকের জিডি

image 720235 1695216769
print news

এখন নতুন বিতর্কে এলেন অভিনেত্রী অপু বিশ্বাস। এতদিন ব্যক্তিগত জীবনের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই অভিনেত্রী। মঙ্গলবার অপুর বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ করেছেন প্রযোজক নায়িকা সিমি ইসলাম কলি। শুধু অপু নয়, জাহিদুল ইসলাম অপু নামে আরও একজনের নামে সাধারণ ডায়েরি করেছেন সিমি।

সোমবার ঢাকার হাতিরঝিল থানায় এ ডায়েরি করেন। সিমির দাবি, তার খোলা ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপু ও জাহিদুল।সিমির অভিযোগ, জাহিদুল তার কাছ থেকে লাখ টাকা দাবি করেছেন। তাকে রীতিমতো ভয় দেখিয়েছেন। তিনি বলেছেন, টাকা দিলে তবেই তিনি ফেরত পাবেন ইউটিউব চ্যানেল। এ কথা শুনে সিমি খুবই ভয় পেয়ে গিয়েছেন।তিনি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছেন। তারপর সাধারণ ডায়েরি করেন।সম্প্রতি শাকিব খানের সঙ্গে নায়িকার সম্পর্ক জোড়া লাগা নিয়ে তৈরি হয়েছিল বিস্তর আলোচনা। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে আমেরিকা ঘুরে বেড়িয়েছেন শাকিব, সঙ্গে ছিলেন অপুও। তখন আনন্দবাজার অনলাইনকে অপু জানিয়েছিলেন, তাদের সম্পর্ক ঠিক কোন খাতে এগোবে সেটা না আলোচনা করা হলেই তিনি বেশি খুশি হবেন।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *