বিনোদন

একাধিক প্রেম পরীমনির

image 669052 1682602857
print news

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে নিজের জীবনে আসা একাধিক প্রেম নিয়ে কথা বলেছেন তিনি।

বর্তমানে  ছেলে শাহীম মোহাম্মদ রাজ্যকে নিয়ে সুখে-শান্তিতে দিন কাটাচ্ছেন পরী।

1695206464 4674610d86da5821c5a679c7657e57e3

প্রেম নিয়ে প্রশ্ন করা হলে পরী বলেন, ‘আচ্ছা একটা ব্রেকআপের পর মানুষ কী করে! আরেকটা ছেলে দেখব প্রেম করব, এটাই তো স্বাভাবিক। প্রেমিক গোলাপ ফুল দিলে সেটাও আমি সবাইকে দেখাই। তেমনই ব্রেকআপ হলে মন খারাপ থাকে। সেই অনুভূতিটাও আমি উদযাপন করি। সেটাও আবার সবাইকে জানাই। আর কী করব!’

যখন তিনি নায়িকা হননি তখন দূর-সম্পর্কের এক ভাইকে বিয়ে করেছিলেন। সেই সম্পর্ক টেকেনি। তার দুই বছর পরে ফেরদৌস কবীর সৌরভ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি। তার ইচ্ছাতেই নাকি বিনোদন জগতে পা রাখেন পরীমনি। পরে সৌরভের সঙ্গেও বিচ্ছেদ হয় তার।

ক্যারিয়ারের প্রথমদিকে প্রযোজক নজরুল ইসলাম রাজের সঙ্গে বেশ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল তার। তবে তার সঙ্গে বিয়ে হয়নি। এক সাংবাদিকের সঙ্গেও তার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল। অবশেষে তা ভেঙে যায়।

২০২১ সালের মার্চ মাসে সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে বিয়ে করেছিলেন পরী। সেই বিয়ে তিন মাসও টেকেনি। তারপর এই নায়িকার জীবনে আসেন শরিফুল রাজ।  শরীফুল রাজকে ডিভোর্স দিয়েছেন আলোচিত অভিনেত্রী পরিমনি। জানা যায়, ১৮ সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমনি।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *