কুইন অফ বেঙ্গল’ হলেন শ্রাবন্তী


টলিউডের একসময়ের শীর্ষ নায়িকা শ্রাবন্তী এখন বেশিরভাগ সময় বিতর্কেই থাকেন। প্রেম-বিয়ে ও ব্যক্তিগত জীবনের একের পর এক অধ্যায়ে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। আগের মতো নায়িকা প্রধান চরিত্রেও আর দেখা যায় না এই অভিনেত্রীকে। তবে এরইমধ্যে ‘কুইন অফ বেঙ্গল’ খেতাব জিতলেন শ্রাবন্তী! ব্যাপারটা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
বুধবার সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যেখানে দেখা গেছে, এক সংস্থার আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘কুইন অফ বেঙ্গল’ পুরস্কার পেয়েছেন শ্রাবন্তী। সেই ছবি পোস্ট করে আপ্লুত অভিনেত্রী। অভিনেত্রীর এই অর্জনে বেশ খুশি তার অনুরাগীরা।
সামাজিক মাধ্যমে মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
শ্রাবন্তীকে সামনে দেখা যাবে ‘দেবী চৌধুরানী’তে। দেবী চৌধুরানীর মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে গেলে দরকার কড়া হোমওয়ার্কের। তাই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও কোনওপ্রকার কমতি রাখছেন না।