পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান! ৬২ হাজার টাকা জরিমান


মোঃ আজিজুল হক, পেকুয়া : কক্সবাজার জেলা পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া ঢালারমুখ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালি উত্তোলন ও দুই ব্যবসায়ী প্রতিষ্টানকে সর্বমোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ এ অভিযান পরিচালনা করেন। স্থানীয় সুত্রে জানা যায়, শিলখালী জারুলবুনিয়া ঢালার মুখ এলাকায় পাহাড়ী রিজার্ভ ভূমি থেকে বৃস্টিতে নেমে আসা বালু উত্তোলন করছে অসাধুচক্র। গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযানে গেলে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ সময় আবু সিদ্দিক নামে এক বালু ব্যাবসায়ীকে আটক করেন। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ এ প্রতিনিধিকে বলেন, ওই ইউনিয়নের জারুলবুনিয়া ঢালারমুখ এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়েছে এবং বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দুই ব্যাবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।