আপিল করবেন আদিলুর-নাসির


মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানকে কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বুধবার এ রায় প্রকাশ করা হয়।
আদিলুরের আইনজীবী মোহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া জানান, বিচারকের স্বাক্ষরের পর ৫০ পৃষ্ঠার ওই রায়ের প্রত্যায়িত অনুলিপি বুধবার হাতে পেয়েছি। শিগগিরই উচ্চ আদালতে আপিল করে তাদের পক্ষে জামিন আবেদন করা হবে।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদিলুর ও নাসিরকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।