বিনোদন

ক্ষুব্ধ নেটিজেনরা দিশা পাটানির ওপর

8848b55a7039ff8a0d6decd2d3ae0815 650c224f3c047
print news

বলিউড অভিনেত্রী দিশা পাটানি ‘খোলামেলা’ পোশাকের কারণে মাঝেমধ্যেই চর্চায় থাকেন। সম্প্রতি গনেশ পূজায় বোল্ড পোশাকে হাজির হয়েছিলেন। আর তাতে তাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের শীর্ষ ধনী গোষ্ঠী আম্বানি পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে খোলামেলা পোশাক পরেছিলেন বলিউডের এই হট ডিভা। যে কারণে সমালোচনার মুখেও পড়েন দিশা।

এসময় অভিনেত্রী গণেশ পুজোয় কমলা রঙের শাড়ি পরে এসেছিলেন। তবে শাড়ির সঙ্গে তার ব্যাকলেস ব্লাউজ নিয়েই শুরু হয় বিতর্ক। দিশার ডিপ নেকলাইন ব্লাউজ নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। দিশার এই পোশাক অনেকেই ভালো দৃষ্টিতে নিতে পারেননি।

51126c79a9e326d4416978e6a052c83c 650c23b2a3984

পুজার মত এমন শুভ অনুষ্ঠানে দিশার এই পোশাক অনেকে ‘অনুপযুক্ত’ বলে কটাক্ষ করেছেন। একজন নেটিজেন প্রশ্ন তুলেছেন, ‘দিশার কি কোনও সমস্যা আছে? সে কী ভেবে এই পোশাকটা পরেছে? আমরা ভারতীয়।’ একজন বলেছেন, ‘দিশার ড্রেসিং সেন্স একেবারেই নেই’। তৃতীয় একজনের মন্তব্য, ‘কোনও শুভ অনুষ্ঠান/ঐতিহ্যমূলক অনুষ্ঠানেও রক্ষণশীলভাবে পোশাক পরতে হয়, দিশা কি জানেন না

দিশা ছাড়াও গনেশ পূজার অনুষ্ঠানে হাজির ছিলেন আলিয়া ভাট, সালমান খান, শাহরুখ খান, রাজ ঠাকরে, জাহ্নবী কাপুর, অনিল কাপুর, কিয়ারা আদবানি, সিদ্ধার্থ মালহোত্রা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শহিদ কাপুর এবং আরও অনেক তারকা। শাহরুখ খান তার স্ত্রী গৌরী খান এবং ছেলেমেয়ে সুহানা এবং আব্রামকে নিয়ে পার্টিতে যোগ দিয়েছিলেন। বড় ছেলে আরিয়ান খান তার আসন্ন ওয়েব সিরিজের শ্যুটিং নিয়ে ব্যস্ত, তাকে অনুষ্ঠানে এ দিন যোগ দিতে দেখা যায়নি।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *