বরিশাল বাংলাদেশ

যুবলীগ নেতাকর্মীদের হামলায় ভেঙে গেল যুবদল নেতার হাত-পা

image 25302 1695284290
print news

বরিশালের গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চুকে (৪৫) পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতাদের বিরুদ্ধে। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার গৌরনদী পৌরসভার গয়নাঘাট কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) আহতের স্বজনরা অভিযোগ করে বলেন, বুধবার বিকেলে বরিশাল শহরে বিএনপির একটি প্রস্তুতি সভায় যোগদানের জন্য উত্তর বিজয়পুরের বাসা থেকে বের হয় জাকির। পথে গৌরনদী গয়নাঘাটা এলাকায় পৌঁছালে যুবলীগের নেতাকর্মীরা জাকিরের ওপর হামলা চালায়। এতে তার দুই পা ও বাম হাত ভেঙে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বরিশালের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

জাকির হোসেন বাচ্চু অভিযোগ করেন, গৌরনদী পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিক মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ১৬ জনের একটি দল লাঠিসোঁটা, হাতুড়ি, হকিস্টিক ও জিআই পাইপ নিয়ে তার ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এ সময় হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি শরীর থেতলে দেওয়া হয়।

তিনি বলেন, ‘আমি বহু অনুনয়-বিনয় করে কান্নাকাটি করে জীবনভিক্ষা চাইলেও আমাকে ছাড়েনি তারা। বাজারের ব্যবসায়ীসহ শতশত মানুষ ঘটনাটি দেখলেও ভয়ে আমাকে রক্ষায় কেউ এগিয়ে আসেননি।’

অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম বলেন, হামলায় যুবলীগ নেতাকর্মীদের কোনো সংশ্লিষ্টতা নেই। যুবদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরধরে হামলার ঘটনা ঘটতে পারে।

গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *