সুনামগঞ্জ শহরে যানজট ও উচ্চ শব্দে অতিষ্ঠ জনজীবন


আল হাবিব ,সুনামগঞ্জ :
সুনামগঞ্জ শহরে পৌরসভার নিবন্ধিত অটোরিকশা (ইজিবাইক) ৭শ ৫০ টি। কিন্তু বাস্তবে চলাচল করছে ৫ হাজারেরও বেশি। ফলে শহরের ব্যস্ততম সড়কগুলোতে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন ১০ লাখ মানুষ।
ভাটির জেলায় ১৯৯৬ সালে গড়ে উঠা সুনামগঞ্জ পৌরসভা আয়তনের দিক দিয়ে ২২.১৭ বর্গকিলোমিটার। ২০০৯ সালে সর্বপ্রথম এই জেলার পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়। ফলে সময়ের পরিক্রমায় এখন শহর দখল করে রেখেছে ব্যাটারিচালিত এই সব অটোরিকশা।
পৌর শহরের আলফাত স্কয়ার পয়েন্ট, কালীবাড়ি পয়েন্ট, ডিএসরোড, পুরাতন বাস-স্টেশন, কোর্ট পয়েন্ট সহ সুনামগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে নিবন্ধবিহীন এইসব অটোরিকশাগুলো বিশৃঙ্খলভাবে চলাচল, সেই বিভিন্ন যানবাহনের উচ্চ শব্দ এমনকি সাধারণ মানুষের চলাচলের ফুটপাত দখল করে ভাসমান দোকানপাঠ গড়ে উঠায় সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন শহরে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় একদিকে যেমন দূর্ঘটনা ঘটছে অন্যদিকে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এই জেলার সাধারণ মানুষ।
জানা যায়, ২০১০ সালে সুনামগঞ্জে ৩৫০ টি অটোরিকশা জেলা শহরে চলাচলের অনুমতি দেয় পৌর কতৃপক্ষ, তারপর ২০১১থেকে ২০২৩ পর্যন্ত জেলা শহরে ৪০০ টি অটোরিকশার অনুমোদন দেওয়া হয়। কিন্তু গত ১৩ বছরে পৌর শহরে নিবন্ধিত ৭৫০টি গাড়ি ছাড়াও অবৈধ ভাবে ৫ হাজার গাড়ি চলাচল করছে। ফলে সময়ের ব্যবধানে শহরের মাপ কাটির চেয়ে যানবাহন বেশি হয়ে যাওয়ায় ভাটির জেলার শহর এখন যানজটের এক ব্যস্থ শহর হিসেবে পরিচিতি পেয়েছে।
এদিকে, এই জেলায় এই সব অটোরিকশা, উচ্চ শব্দ ও ফুটপাত দখল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। গাড়ি পথের ৫ মিনিটের গন্তব্য স্থানে যানজটের কবলে পড়ে ২৫ মিনিটে যেতে হচ্ছে। ফলে অনেকে নিরুপায় হয়ে প্রখর রোদের মাঝে পায়ে হেটেই গন্তব্য স্থানে ছুটছেন ।
অবৈধ অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ, ফুটপাত দখল মুক্ত করে এই জেলাকে যানজট নিরসনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন পৌরবাসী।
তবে সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদ জানান, শহরের লাইসেন্স বিহীন যে ইজিবাইক গুলো চলাচল করছে সেগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। এই গুলোর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নিলেই শহরে যানজট কমে আসবে । যানজটের দায় স্বীকার করে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত জানান, ইজিবাইক ও ব্যাটারি চালিত রিস্কার কারণে শহরের প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে এমনকি লাইসেন্স বিহীন রিস্কাগুলোকে আইনের আওতায় নিয়ে আসা হবে।