পেকুয়ায় রাতের আধারে যুবককে ছুরিকাঘাত


পেকুয়া প্রতিনিধি :কক্সবাজারের পেকুয়ায় রাতের আধারে এক যুবককে চলাচলের পথ আটকিয়ে ছুরিকাঘাত করেছে একদল দুর্বৃত্ত। ২২ সেপ্টেম্বর (শুক্রবার) রাত ৮ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের ছৈয়দ নগর এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় ইউপির ছৈয়দ নগর এলাকার আমির হোছাইনের ছেলে মো. ইসমাঈল (৩৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একই এলাকার মৃত নুরুচ্ছফার ছেল আয়ুব খান, ফোরকান ও শাহেদুল ইসলাম বাবু মিলে ধারালো ছুরি দ্বারা ইসমাইলকে আঘাত করে। ছুরিকাঘাতে তার শরীরের প্রায় ৪০ ভাগ অংশ জখম হয়। এমতাবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতের বোন সাকেরা বেগম বলেন, তারা সংঘবদ্ধ হয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্য জখম করে। এসময় তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা সহ ব্যবহারের স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।