বরিশালে কথিত যুব মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে গরু চুরির অভিযোগ


স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর কাশিপুর বাজার থেকে গভীর রাতে গরু চুরির ঘটনায় কথিত এক যুব মহিলালীগের নেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
কাশিপুর বাজার এলাকার আওয়ামী লীগের নেতা হুমায়ুন কবির গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিএমপির এয়ারপোর্ট থানায় যুব মহিলালীগের নেত্রী ফারজানা রেজা সহ তার ২ সহযোগীর বিরুদ্ধে গরু চুরির বিষয়ে অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে এয়ারপোর্ট থানার এএসআই নাজমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। গরু চুরির অভিযোগে ঘটনা স্থল থেকে ফারজানা রেজা সহ তার ২ সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানার নেওয়া হয়েছিলো। জিজ্ঞাসাবাদের পরে তাদের ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে প্রয়োজন হলে তারা থানায় আসবেন। গরুর মালিক হুমায়ুন কবির তাদের বিরুদ্ধে থানায় লিখত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানাজায়, কাশিপুরে নিজেকে যুব মহিলালীগের নেত্রী দাবী করা ফারজানা রেজা গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১ টার দিকে গরু চুরি করে বিক্রির সময়ে জনতার হাতে ধরা পড়েন। গরু চুরির জন্য চোর চক্রের আনা পিক-আপে গরু ভরার সময়ে স্থানীয় জনতার সামনে চ্যালেঞ্জের মুখে পড়ের গরু চোরের মূল হোতা ফারজানা রেজা। গরুর প্রকৃত মালিক স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবিরকে ফোন দিলে তিনি ঘটনাস্থলে এসে তার গবাদিপশু সনাক্ত করেন। ঘটনা স্থানে পুলিশ আসলে অভিযুক্তদের থানায় নিয়ে যায়।
অভিযুক্ত গরু চুরির মুল হোতা ফারজানা রেজার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন আমি কোন গরু চুরি করিনি। বিষয় টা সম্পূর্ণ মিথ্যা। বাসার মালামাল নেওয়ার জন্য পিক-আপ আসছে। গরু চুরির মতো কিছু ঘটেনি। কে বা কাহারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। থানায় কেন গেছেন জানতে চাইলে তিনি বলেন আমার ভাড়া করা পিক-আপ ড্রাইভারকে থানায় বিনা কারণে নিয়েছে তার জন্য যাওয়া হয়েছে।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার্স ইনচার্জ হেলাল উদ্দিন বলেন গরু চুরির বিষয়ে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি থানায় লিখত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ রয়েছে স্বঘোষিত ওই নারী নেত্রী চোর-ডাকাত চক্রের সাথে জড়িত দীর্ঘদিন যাবৎ।
উল্লেখ্য, ফারজানা রেজার বিরুদ্ধে স্থানীয়ভাবে অনলাইন জুয়া, বেটিং, মাদকের আড্ডা বসানো, রাজনৈতিক দলের নাম বিক্রি করে মানুষজনকে ভীতসন্ত্রস্ত করার অভিযোগ রয়েছে বহুদিন ধরে। এছাড়াও তার নেশাগ্রস্ত জীবনযাপন ও বেপরোয়া চলাফেরার প্রতিবাদ করলে যাকে তাকে লাঞ্ছিত করা ও হেনস্তার হুমকি সচরাচর দিয়ে থাকেন তিনি এমনটাই অভিযোগ করেছে স্থানীয়রা।
ফারজানা রেজা নিজেকে কখনও ঢাকার তেজগাঁও যুব মহিলালীগের নেত্রী, কখনও নিজেকে আবার কখনও ঝালকাঠির আওয়ামীলীগ নেত্রী দাবি করে হুংকার দেন।