ঢাকা বাংলাদেশ

বিএনপি তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে- ফারুক খান এমপি

IMG 20230923 202940
print news

শরীফ কাইয়ূমঃ

বিএনপি বিষয়টি অনুভব করেছে যে, নির্বাচনে অংশগ্রহন না করলে তাদের অস্তিত্ব থাকবে না তাই তারা তলে তলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সেই সাথে অন্যান্য বেশ কয়েকটি আওয়ামী বিরোধী রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জোর প্রস্তুতি নিচ্ছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা ফারুক খান মিলনায়তনে সহযোগি সংঠনের পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিপিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি সহযোগী সংগঠনে নেতাদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আলোচনা করে উপজেলা যুবলীগ, শ্রমীকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের কমিটি গঠন করেছেন। এই কমিটি একটি গ্রহণযোগ্য কমিটি হয়েছে বলে আমি আশা করি। তবে পূর্নাঙ্গ কমিটি গঠনে আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এমন কমিটি গঠন করা যাবেনা যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করবে। সহযোগী সংগঠনের নেতারা আমাদের চাইতে শক্তিশালী কারন তারা ইয়াং, সুতরাং আপনারা আওয়ামী লীগের সাথে তালে তাল মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিন। নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে আপনাদের কার্যক্রম অত্যন্ত জরুরী। আমরা দেশকে আর পাকিস্তান বানাতে দিবনা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্যাতিক বিষয়ক উপকমিটির সদস্য কানতারা খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, তাপসি বিশ্বাস দুর্গা, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, উপজেলা কৃষকলীগ সভাপতি সরদার মজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক শাহারিয়ার কবির বিপ্লব, সেচ্ছাসেবক আহবায়ক রবিউল ইসলাম মোল্যা, জাতীয় শ্রমীকলীগের সভাপতি আব্দুল মান্নান বীরবল, উপজেলা ছাত্রলীগ সভাপতি নিভেল মোল্যা, পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ, কলেজ ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রাজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *