বরিশাল বাংলাদেশ

উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের প্রিয়াংকা কর্মকার বক্তৃতায় জাতীয় পর্যায়ে প্রথম 

Polish 20230924 093831736
print news
মোঃ লিয়ার হোসেন তালুকদার (লিওন) ,গলাচিপা প্রতিনিধি :
পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলার উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী প্রিয়াংকা কর্মকার বৈদিক কালচার অ্যাওয়ার্ড এর প্রতিযোগিতায় বক্তৃতায় জাতীয় পর্যায়ে প্রথম ও সংগীতের দ্বিতীয় স্থান অর্জন করেন। এছাড়াও উপজেলা  জেলা পর্যায় বক্তৃতায় প্রথম ও সংগীতে প্রথম।গলাচিপা  উপজেলা বিজ্ঞান মেলায় কবিতা আবৃতিতে ও নাটকে প্রথম স্থান অর্জন করেন। প্রিয়াংকা কর্মকার একজন মেধাবী শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত উলানিয়া হাট স্কুল অ্যান্ড ক লেজর সকল প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানের তার অসংখ্য পুরস্কার রয়েছে। প্রিয়াংকা কর্মকার শুধু একজন মেধাবী ছাত্রী নয়, প্রিয়াংকা কর্মকার অসংখ্য গুনে গুণান্বিত নম্রতায়, ভদ্রতায় প্রথম শিক্ষক-শিক্ষিকা ,সহপাঠী এবং সকল শিক্ষার্থীর ও প্রতিবেশীদের কাছে সে একজন প্রিয় মুখ এবং প্রিয় মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন। স্কুল, ইউনিয়ন, উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে তার অসংখ্য অর্জনে প্রশংসা জ্ঞাপন করে উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ এর পক্ষ থেকে তাকে আন্তরিক  শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এবং অত্র প্রতিষ্ঠানের সকলেই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।
সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *