মহিপুরে সৎচাচা কতৃক ভাতিজার হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় বিচারের দাবীতে মানববন্ধন


আব্দুল কাইয়ুম (আরজু), উপকূল প্রতিনিধি (পটুয়াখালী):
পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুরের এলাকার চিহ্নিত সন্ত্রাসী নিয়ে সৎচাচা কতৃক ভাতিজার বাম হাত-পায়ের রগ কর্তনকারীদের গ্রেফতারপূবর্ক দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানববন্ধন করেছেন বাজার ব্যবসায়ীরা। রবিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আলীপুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে দুই শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন লতাচাপলী ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা, লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান বিশ্বাস, আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, ভিকটিম আ.হালিম হাওলাদারের অভিভাবক ফেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম হাওলাদার প্রমুখ। বক্তারা সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলত শাস্তির দাবি জানান।
প্রসঙ্গ, গত ২০ সেপ্টেম্বর (বুধবার) রাত ৯টার দিকে আলীপুরর রেঁস্তরায় নাশতা খাওয়া অবস্থায় সৎচাচা শাহীন হাওলাদারের নেতৃত্বে সন্ত্রাসীরা কুপিয়ে বাম হাত-পায়ের রগ কর্তন করেছে। ভিকটিম হালিম হাওলাদার বর্তমার ঢাকা মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মহিপুর থানা পুলিশ গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে জেলার মির্জাগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম থেকে অভিযুক্ত প্রধান আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছেন মহিপুর থানা পুলিশ। বাকী তিনজন আসামী এখনো পলাতক রয়েছেন।