রংপুরের বাজারে মিলছে কাটিমন আম


রংপুরে আমের মৌসুম শেষ হয়েছে, নতুন আমের জন্য অপেক্ষা করতে হবে আগামী মৌসুম পর্যন্ত। কিন্তু বাজারে মৌসুম শেষেও পাওয়া যাচ্ছে কাটিমন জাতের আম। স্বাদে অনন্য হওয়ার কারণে এ জাতের আমের বেশ চাহিদা রয়েছে।
নগরীর সিটি বাজারসহ বিভিন্ন বাজারের ফলের দোকানে এসব আম বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকায়। অসময়ের এই আম অনেকেই কিনছেন। তবে অসময়ের এই আম অনেক ক্রেতা অপরিপক্বতার অভিযোগও তুলেছেন।
ক্রেতা রিজু ইসলাম ও মাহমুদুল হাসান মানিক জানান, মাসখানেক আগে আমের মৌসুম শেষ হয়েছে। হঠাৎ চোখে পড়ল আম। নতুন কাটিমন জাতের এই আম বেশ সুস্বাদু বলে ব্যবসায়ী দাবি করে বিক্রি করছেন। আগে কখনো এ আম খাওয়া হয়নি। ব্যবসায়ীর কাছে শুনে কিছু আম কিনলাম।
আরেক ক্রেতা ধাপ চেকপোস্ট এলাকার শহিদুল ইসলাম জানান, অসময়ে বাজারে আম আসছে, পরিবার থেকেই তাকে জানানো হলে তিনি বাজার থেকে এই আম ক্রয় করেন। তবে ব্যবসায়ীরা প্রতি কেজি আমের দাম নিচ্ছেন ২৬০-২৮০ টাকা। দাম বেশি হওয়ার কারণে অনেক ক্রেতা আম না কিনে ফিরে যাচ্ছেন।
ব্যবসায়ীরা জানান, বাজারে কাটিমন ছাড়াও আরও অন্য জাতের আম উঠেছে। প্রতিটি জাতের আম বেশ সুস্বাদু। শেষ সময়ে হলেও আমের দাম বেশি নেওয়ার কারণ হিসেবে তারা জানান, কিনতেই তাদের খরচ বেশি পড়ে।
সূত্রে জানা যায়, রাজশাহীসহ দেশের আরও কয়েকটি জেলায় কয়েক বছর থেকে কাটিমন আম চাষ হচ্ছে। মৌসুমের পর আমের বাম্পার ফলন হওয়ায় দামও ভালো পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, এখন দেশে বারোমাসি আমের আবাদ বেড়েছে। রংপুরেও বারোমাসি আমের আবাদ হচ্ছে। সেই আমও বাজারে আসছে।