দিরাইয়ে ইউপি চেয়ারম্যান জুয়েলের বিরুদ্ধে মানববন্ধন


দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে ৪ নং রাজানগর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। সোমবার দুপুরে দিরাই থানা পয়েন্টে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সফিক আহমেদের সভাপতিত্বে ও ইউপি সদস্য সাইদ আহমেদ খসরুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাসুক মিয়া,সাবেক ইউপি সদস্য হাসান আহমেদ ছাও মিয়া, গোলাপ মিয়া,গুলফর মিয়া,রায়হান আহমেদ চৌধুরী, নানু মিয়া,শিপ্রা রানী,আরিচা বেগম, হাজেরা বিবি প্রমূখ। ভুক্তভোগীরা ক্ষোভের সহিত জানান চেয়ারম্যান জুয়েল শুরু থেকেই স্বেচ্ছাসারীতায় বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে আসছে। জাহান পুর গ্রামের হাজেরা বিবি ও রনারচর গ্রামের শিপন রানী জানান,তাদের নামে ভিজিডি কার্ড রয়েছে অথচ তারা চাল পান না। চেয়ারম্যান টাকার বিনিময়ে অন্য জনকে চাল দিয়ে দেন। চেয়ারম্যানের কাছে নালিশ করতে গেলে তাদের ধমকিয়ে বের করে দেওয়া হয় বলে তারা অভিযোগ করেন।