বগুড়া শেরপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার


আশাদুজ্জামান আশাঃ
বগুড়া জেলাঃপ্রতিনিধি: বগুড়ার শেরপুরে ওয়ারেন্টভুক্ত আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ৮ টায় পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার রাত সাড়ে আটটার দিকে তাঁকে গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসীর দেওয়া তথ্য মতে সে নিজেকে টিএমএসএস মেডিকেল কলেজের ছাত্র বলে পরিচয় দিত। কখনো দইয়ের ব্যবসা, কখনো ঈদ উপলক্ষে গরু ছাগলের ব্যবসা করতো বলে জানা গেছে। সে অনলাইনভিত্তিক বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়।
এ প্রসঙ্গে এসআই শাহাদাত জানান ৩/১ ধারায় রুজু করা মামলার ওয়ারেন্ট মতে রবিবার রাতে তাকে গ্রেফতার করে আজ ২৫ সেপ্টেম্বর সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।