বাংলাদেশ রাজশাহী

বৃষ্টির কারনে আমন ধান নিয়ে বিপাকে কৃষক

IMG 20230925 091909 1 scaled
print news

মো:মিঠু সরকার, রাজশাহী:

রাজশাহীর বিভিন্ন অঞ্চলে হাজার হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ করেছে অনেক কৃষক। যে সময় ধান কটতে ব্যস্ত থাকার কথা সে সময় অনেকটা ঘরে বসে দিন পার করছে কৃষক।গত ছয় -সাত দিন ধরে অন্ধকার কালো মেঘে ডেকে আছে আকাশ, কখনো টিপ টিপ করে আবার কখনো মসল ধারে হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টির কারনে বিপাকে কৃষক।কৃষকের সাথে কথা বলে জানতে পারি, যখন তারা আমন ধান কাটা শুরু করেছে তখন থেকে বৃষ্টি শুরু হয়। এতে অল্প কিছু সংখ্যক কৃষক ধান ঘরে তুলতে পারলে ও বাকি কৃষক ধান ঘরে তুলতে পারেনি।এতে বাকি কৃষক হতাশ হয়ে পড়েছে, যে কবে আকাশ ভালো হবে আর তাদের কষ্টের ফসল ঘরে তুলতে পারবে।বৃষ্টির কারনে অনেক ফসল কাটার অযোগ্য হয়ে গেছে।এ রকম আবহাওয়া চলতে থাকলে ফসল পানিতে ডুবে যাবে, এই কথা ভেবে কিছু সংখ্যক কৃষক এই বৃষ্টির মধ্যেই ধান কাটছে।বৃষ্টির কারনে সাধারন মানুষ প্রায় ঘর বন্ধি হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *