বিনোদন

আমাকে নিয়ে সবাই হাসাহাসি করত: জাহ্নবী

4525 samakal 6517d989cd626
print news

তারকা সন্তান বলে কথা। ছোটবেলা থেকেই ক্যামেরার সামনে বেড়ে ওঠা। সে কারণে প্রচারের আলো যেমন পেয়েছেন, ব্যক্তিগত জীবনে তারকা-সন্তান হওয়ার খেসারতও দিতে হয়েছে জাহ্নবী কাপুরকে। শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে হওয়া সত্ত্বেও পর্নোগ্রাফি সাইটে ফাঁস হয়ে যায় জাহ্নবীর ছবি। সেই সময় বয়স ছিল মাত্র ১০। কিশোরী বয়সে এমন ঘটনায় কোন পরিস্থিতির মুখে পড়তে হয় তাকে, এত বছর পর মুখ খুললেন এই অভিনেত্রী।

আনন্দবাজরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি জাহ্নবীর হলেও তাতে কারসাজি করা হয়েছিল। অর্থাৎ অন্য একটি ছবি তার মুখ লাগিয়ে দেওয়া হয়েছিল। ফলে স্কুলেও হেনস্থা হতে হয়েছে তাকে।

311591192 651780966520135 2351399067516693590 n 6517d915d77da

 

 

অভিনেত্রীর কথায়, ‘ছোট থেকেই আমি ক্যামেরার সামনে। সেটা নতুন কিছু না। আমাকে ও আমার বোনকে দেখলেই ছবি তুলতে ছুটে আসত আলোকচিত্রীরা। চতুর্থ শ্রেণীতে পড়ি তখন। স্কুলে কম্পিউটার ক্লাসে ঢোকা মাত্রই স্ক্রিনে আমার ছবি নিয়ে হাসাহাসি করতে শুরু করে সহপাঠীরা। শরীরে কেন এত লোম, সেই নিয়ে ঠাট্টা-তামাশা চলে। আমাকে যেন অন্য নজরে দেখা শুরু করল সকলে।’

শেষে জাহ্নবী বলেন, লোকে ওইসব ছবি সত্যি ভাবত। সেটা আমার কাছে যেন আরও চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বহুদিন শরীর নিয়ে খুব অস্বস্তিতে ছিলাম।

295108875 590074109357488 1681240056673994268 n 6517d91dc7dab

অভিনয় শুরু করার পর ধীরে ধীরে সেই চিন্তুগুলো কাটিয়ে উঠতে পেরেছেন তিনি। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক। তারপর কেটে গিয়েছে পাঁচ বছর। বলিপাড়ার পরিচিত মুখ হয়ে ওঠেন জাহ্নবী কাপুর।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *