কুড়িগ্রামে সৈয়দ শামসুল হক-এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন


এম জি রাব্বুল ইসলাম পাপ্পু ,কুড়িগ্রাম :
কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখা সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী আজ।“ জাগো বাহে কোনঠে সবায় এবং
আমি কার কাছে গিয়া জিগামু সে দুঃখ দ্যায় ক্যান,
ক্যান এত তপ্ত কথা কয়, ক্যান পাশ ফিরা শোয়, এর মত অসামান্য লেখনী এরকম অজস্র কবিতা ও কাজের অসাধারন কবিতা রচনা করেছেন বাংলাদেশের প্রখ্যাত সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক। তার এই প্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন কুড়িগ্রাম জেলার সর্বস্তরের কবি প্রেমী মানুষ ।
জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ সর্বস্তরের নাগরিকদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কথন ও কবির সমাধি নির্মাণ কজের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, দ্বিতীয় সৈয়দ হক, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দীন, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, বিজ্ঞ পিপি এসএম আব্রাহাম লিংকন, বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রুহুল আমীন ও কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ. কে. এম. ওহিদুন্নবী সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কবির সমাধিস্থলে উপস্থিত সকলে গভীর শোক ও সমবেদনা জ্ঞ্যাপন এবং মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।