বরিশাল বাংলাদেশ

কুয়াকাটায় বিশ্ব পর্যটন দিবস পালিত

DSC 0022 scaled
print news

আব্দুল কাইয়ুম(আরজু), উপকূল প্রতিনিধি (পটুয়াখালী):
‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্নাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে পর্যটন নগরী কুয়াকাটায় পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল নয়টায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার আয়োজনে পৌরসভা চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মহাসড়ক প্রদক্ষিন শেষে শহরের সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় পর্যটন মেলা মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে তিনদিন ব্যাপী পর্যটন মেলা ও কনসার্টের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।

পরে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পর্যটন জোন ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ ইনেসপেক্টর মোঃ আবু হাসনাইন পারভেজ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ নাসির উদ্দিন বিপ্লব, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আলম আকন প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মহিপুর থানার ওসি (তদন্ত) মোঃ আসলাম মিয়া, কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃঞ্চ মন্দির পরিচালনা কমিটির নেতা ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন, হোটেল মোটেল ওনার্স এসোশিয়শনের যুগ্ম সাধারণ সম্পাদ সাঈদ হোসেন প্রমুখ।

র‌্যালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশন, কুয়াকাটা পৌরসভা, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম), ট্যুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা ভয়েস ক্লাব, ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ কুয়াকাটা (টোয়াক) এবং পর্যটক সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক ব্যানার ফেস্টুন নিয়ে র‌্যালীতে অংশগ্রহন করে। আজ থেকে আগামী তিনদিন সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় মেলা ও কনসার্ট অনুষ্ঠিত হবে। এছাড়াও কুয়াকাটায় পর্যটক টানতে আবাসিক হোটেল মোটেল রিসোর্ট গুলোতে পর্যটন দিবস ও পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *