চট্টগ্রাম বাংলাদেশ

জালালাবাদে সরকারি বই পাচারকালে জব্দ করেছেন স্থানীয় জনতা

received 2929552577180573
print news

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি :

কক্সবাজারে নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের একটি দাখিল মাদরাসা থেকে বিপুল পরিমাণ সরকারী বই বিক্রি-পাচারকালে জব্দ করেছে স্থানীয় জনতা।

২৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় উপজেলার জালালাবাদ ইউনিয়নে পালাকাটা গুলজার বেগম দাখিল মাদ্রাসা এমন ঘটনা ঘটে।

জানা যায়, সরকারি বইগুলি পাচারকালে স্থানীয় জনতা জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। এসময় মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্রির জন্য মজুদকৃত বিপুল পরিমাণ মাদরাসা শিক্ষা বোর্ডের অব্যবহৃত সরকারি বই জব্দ করেন।

পরে তিনি জেলা শিক্ষা অফিসারকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিলে জেলা শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ রাশেদকে ঘটনা স্থলে প্রেরন করেন।

জালালাবাদ যুবলীগ সাধারণ সম্পাদক শাহেদ কামাল জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে একটি মাদ্রাসা থেকে বই পাচারকালে জব্দ করেন স্থানীয়রা। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে অবগত করা হয়। প্রায় তিন হাজার কেজি বই জব্দ করে মাদ্রাসার কক্ষে রেখে সিলগালা করার কথাও জানান।

মাদ্রাসা থেকে তিন হাজার কেজি বই জব্দ করার কথা জানান ছাত্রনেতা কাজী আব্দুল্লাহ। তবে এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান

তবে স্থানীয়রা সরকারি বই বিক্রি ও পাচারের মতন এমনি ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা,ক্ষোভ প্রকাশ করেন জড়িতদের বিরুদ্ধে।

তবে জালালাবাদ গুলজার বেগম দাখিল মাদরাসার সুপার মাওলানা আনিস মোহাম্মদ আবদুল্লাহ’র মুঠো ফোনে যোগাযোগ করা হলে সংযোগ পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *