মুকসুদপুরে ইজিবাইকে বাসের ধাক্কা,নিহত দুই


শরীফ কাইয়ূমঃ
যাত্রী ভাহি বাসের চাপায় ইজি বাইকের নারিসহ দুই যাত্রী নিহত। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪জন। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।শুক্রবার বেলা সাড়ে ১১ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের দাসের হাট এলাকার পদ্মা হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হুগলাকান্দি গ্রামের আকমল শেখের স্ত্রী রানী বেগম (৬০) , একই ইউনিয়নের বাগিয়া গ্রামের আব্দুল হক এর ছেলে হায়াত আলী শেখ (৬২)।
দূর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল আলম।
পুলিশের ওই কর্মকর্তা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জ গামি দোলা পরিবহনের একটি যাত্রিবাহি বাস মুকসুদপুর উপজেলার দাসেরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকে সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের ওই দুই যাত্রী নিহত হয়। সংঘর্ষের পর দোলা পরিবহনের গাড়িটিতে আগুন লেগে যায় এতে ওই গাড়ির বেশ কিছু ক্ষতি হয়। মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় ঢাকা খুলনা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু সময় পর আবার যান চলাচল স্বাভাবিক হয়। এদূর্ঘটনায় আহত ফুল মিয়া (৪৭), খুকি (৫৫) লামিয়া (২০) ও জাহেদা বেগম (৫০) কে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরন করা হয়েছে।