বরিশাল বাংলাদেশ

সেতুতে উঠতে হয় সাঁকো দিয়ে

780881 197
print news

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামেশিপাড়া সংলগ্ন নিদ্রা খালের ওপর নির্মিত সেতুতে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে। সেতুর দুই পাড়ে সংযোগ সড়ক না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে তিন গ্রামের পাঁচ হাজার মানুষকে।
তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নামেশিপাড়া সংলগ্ন নিদ্রা খালের ওপর ৮৪ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১৫ মিটার দৈর্ঘ্যরে সেতু নির্মাণ করা হয়। সেতুর কাজ পান তালতলী উপজেলা যুবলীগের আহ্বায়ক মারুফ রায়হান তপু। সেতুটির নির্মাণ কাজ ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হয়। কিন্তু গত এক বছরেও সেতুর দুই পাড়ে সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার তিন গ্রামের পাঁচ হাজার মানুষ। নিরুপায় হয়ে কাঠের মই বেয়ে সেতু পার হচ্ছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, এই সেতু পার হয়ে প্রতি দিন লাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাওয়া-আসা করে। কোমলমতি শিক্ষার্থীরা কাঠের মই বেয়ে উঠতে গিয়ে অনেকে নিচে পড়ে আহত হচ্ছে। বৃষ্টি হলে ভয়ে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। শিশু, নারী ও বৃদ্ধসহ অসুস্থ মানুষ এই মই বেয়ে উঠতে না পারায় তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।
স্থানীয় আলেয়া নামের এক বাসিন্দা বলেন, এটা সেতু না যেন মারণফাঁদ। সেতুটি নির্মাণ করা হলেও দুই পাশে সংযোগ সড়ক নেই। এ জন্য মানুষ পারাপার হতে পারে না। নিরুপায় হয়ে গ্রামবাসী কাঠের মই দিয়ে চলাচল করে।
অভিযুক্ত সেতু বাস্তবায়নকারী মারুফ রায়হান তপু বলেন, মূল সেতুর নির্মাণ কাজ শেষ। এখন সংযোগ সড়কের কাজ বাকি আছে। সেটাও কিছু দিনের মধ্যে শেষ হবে।
এ বিষয়ে তালতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল ইসলাম বলেন, সেতুর কাজ শেষ হয়েছে। তবে সংযোগ সড়কের কাজ শেষ হয়নি। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল দেয়া হয়নি। সেতুর কাজ শেষ করলে ঠিকাদারকে বিল দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *