বাংলাদেশ রংপুর

অভিযান পরিচালনায় রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ কুড়িগ্রাম জেলা পুলিশ

IMG 20231001 224346
print news

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু ,কুড়িগ্রাম : জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সঠিক দিকনির্দেশনা এবং নিয়মিত প্রতিটি থানার কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে নাগরিক সেবায় পুলিশিং কার্যক্রমকে বেগবান করায় সেপ্টেম্বর ২০২৩ এ রংপুর রেঞ্জে প্রথম স্থান অর্জন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

১ সেপ্টেম্বর ২০২৩ রংপুর রেঞ্জ ডিআইজি’র কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায়  অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), এসবি চীফ মো: মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) প্রধান অতিথি এবং রেঞ্জ ডিআইজি মো: আব্দুল বাতেন বিপিএম , পিপিএম মহোদয় সভাপতি হিসাবে উপস্থিত থেকে উক্ত পুরস্কার প্রদান করেন।জেলা পুলিশের সকল সদস্যদের পক্ষে পুরস্কার গ্রহন করেন কুড়িগ্রামর পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।

কঠোর পরিশ্রম, একাগ্রতা, টিমওয়ার্ক, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে ইতিবাচক নাগরিক সেবা, অপরাধ দমন, মাদক অভিযান, মাদক উদ্ধার, মামলা তদন্ত, ওয়ারেন্ট নিস্পত্তিতে সাফল্যের জন্য এই পুরস্কার প্রদান করা হয়ে বলে জানান অতিরিক্ত ডিআইজি (অপারেশন) পংকজ চন্দ্র রায়, পিপিএম।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার) । আরো ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মিজানুর রহমান, পিপিএম (বার); অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এস এম রশিদুল হক পিপিএম; অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) পংকজ চন্দ্র রায় পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার ( প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী সহ রংপুর রেঞ্জের সকল জেলার সম্মানিত পুলিশ সুপারবৃন্দ সহ সকল সিনিয়র অফিসারবৃন্দ।

কুড়িগ্রামের পুলিশ সুপার অতিরিক্ত আইজিপি (গ্রেড-১), এসবি চীফ মো: মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) এবং রেঞ্জ ডিআইজি মো: আব্দুল বাতেন বিপিএম, পিপিএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নিবেদিত পুলিশ সদস্যদের দিবারাত্র অক্লান্ত পরিশ্রম ও পেশাদারিত্বের কারনে এই অর্জন সম্ভব হয়েছে, তিনি একই সাথে কুড়িগ্রামের নাগরিকদের সম্মিলিত সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *