বাংলাদেশ রংপুর

কুড়িগ্রামের নাগেশ্বরী এবং ফুলবাড়িতে পৃথক অভিযানে মাদক কারবারি আটক

IMG 20231001 143808
print news

এম জি রাব্বুল ইসলাম পাপ্পু ,কুড়িগ্রাম : কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের নির্দেশনায় জেলার প্রতিটি থানায় নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন মাদক কারবারি এবং চোরাচালানের সংগে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক ১ অক্টোবর  নাগেশ্বরী থানাধীন দক্ষিণ রামখানা শিয়ালকান্দা এলাক থেকে কুখ্যাত মাদক কারবারি মো: মিজানুর রহমান (৫০) কে ১৭ কেজি গাঁজা উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক তদন্তের নেতৃত্বে চৌকস টিম।

অপর দিকে ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক গত ৩০ সেপ্টেম্বর  ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়ন এর শহীদ বাজারের নিকট পাকা রাস্তার উপর থেকে একটি ব্যাটারি চালিত অটো থেকে ৩ কেজি গাঁজাসহ ফুলবাড়ীর তালুক শিমুলবাড়ী গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ সামিউল ইসলাম এলাকার মোঃ আতাউর রহমান (২৩) দ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটো জব্দ করে ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক তদন্তের নেতৃত্বে একটি চৌকস টিম। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, সততা, নিষ্ঠার সাথে আমাদের পুলিশ সদস্যরা কঠোর পরিশ্রম করে এসব মাদককারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারিরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, সামাজিকভাবে সকলকেই এগিয়ে আসার অনুরোধ করছি।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *