বরগুনায় নার্সদের কর্মবিরতি ভোগান্তিতে রোগী


ইবরাহীম সোহেল, বরগুনা:
বরগুনায় ইন্টার্ন ভাতার দাবীতে কর্মবিরতি করেছেন বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দ।
রবিবার (০১ অক্টোবর) সকালে বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক রফিকুল ইসলেমের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন, পরে অনির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতির ঘোষনা করেন।
এসময় ভুক্তভোগী ইসরাত জাহান মিতু বলেন, আমরা নার্সিং ইনস্টিটিউট থেকে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফিমারি কোর্স পাস করে, বরগুনা জেনারেল হিসপাতালে ইন্টার্ন নার্স হিসেবে কর্মরত আছি। আমাদের এই কর্মরত অবস্থায় ইন্টার্ন ভাতা দেয়ার কথা থাকলেও আমরা সেই ভাতা পাচ্ছি না। তাই আমরা বাংলাদেশ ডিপ্লোমা ইন্টার্ন নার্সেস কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাথে একত্রিত হয়ে এ কর্মবিরতি পালন করছি।
আবু তাহের আলী বলেন, আমরা অনেক ঝুকি নিয়ে হাসপালে রোগীদের সেবা দিয়ে থাকি, তবে আমাদের ইন্টার্ন ভাতা দেয়ার কথা থাকলেও আমরা সেই ভাতা থেকে বঞ্চিত। আমাদের পরিবারের নিকট থেকে টাকা এনে আমাদের সকল খরচ চালাতে হয়, তাই কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক আমরা এই কর্মবিরতি চালিয়ে যাবো।
সকলের একটাই দাবী শ্রমের মূল্য ইন্টার্ন ভাতা প্রদান করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন,স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ইন্টার্ন ভাতা আটকে রেখেছে। তাদের প্রাপ্য পারিশ্রমিক ইন্টার্ন ভাতা প্রদান করলেই তারা কর্মবিরতি বন্ধ করে সকলে কর্মক্ষেত্রে যোগ দিবেন।