বাংলাদেশ সিলেট

মধ্যনগরে চাচি ভাতিজা উধাও, আদালতে মামলা

GridArt 20230928 213506365
print news

এ,এম স্বপন জাহান,মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে ৯ মাসের অন্ত:স্বত্বার গর্ভ নষ্ট করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ভাতিজার হাত ধরে পালালেন ৯ বছরের এক সন্তানের জননী । ঘটনাটি ঘটেছে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামে। বাতিজা ও স্ত্রীর এমন প্রতারণায় পাগলপ্রায় ওই স্ত্রীর স্বামী । এই ঘটনায় ধর্মপাশা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাংলাদেশ দ্ব:বি আইনের (৩১৩/৪৪৮/৪৯৭/৪৯৮/৩৮০/৩৪) ধারা মোতাবেক ৩ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামের চান মিয়ার ছেলে নুরমোহাম্মদের সঙ্গে পার্শ্ববর্তী উপজেলা ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে বসবাস করা হেলাল মিয়ার মেয়ে শিখা আক্তারের বিবাহ হয়।তাদের ৯ বছরের একটি স্কুল পড়ুয়া ছেলে সন্তান রয়েছে। জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন সময় বাড়ির বাহিরে থাকার সুবাদে পাশের বাড়ির ভাতিজা মজিবুর রহমানের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে চাচি শিখা আক্তার।চাচা নুরমোহাম্মদের ও তাদের ছেলে এমনকি পাড়াপ্রতিবেশীদের নজরে পরলে বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন নুরমোহাম্মদ।এতে অভিযুক্তরা আক্রোষ মূলক মনোভাব পোষণ করে গর্ভে থাকা ৯ মাসের বাচ্চা নষ্ট করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামিকেল জাতীয় ঔষধ সেবন করায়।এতে রক্ত পাত শুরু হইলে পাশ্ববর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত মেয়ে বাচ্চা প্রসব করান।কিছুটা সুস্থ হয়ে বাড়িতে এসে ঘটনার তারিখ  আসামিরা ৯ বছরের ছেলেকে ফেলে রেখে তার ঘরে অনাধিকার ভাবে প্রবেশ করে নগদ  টাকা,স্বর্নলংকার, মোবাইল  নিয়ে যায়।এছাড়াও ঘটনার সত্যতা নিশ্চিতের জন্য অভিযোগ পত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজ পথ দাখিল করা হয়।
এদিকে এ ঘটনার পর পুরো গ্রামজুড়ে তোলপাড় শুরু হয়েছে।এরকম কর্মকান্ডে এলাকায় ক্ষোভ বিরাজমান।এলাকাবাসি এরকম ঘটনার পূনরাবৃত্তি যাতে না হয় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন।

ভুক্তভোগী নুরমোহাম্মদের সাথে কথা বলে জানা যায়, আমার ছেলে সন্তান রেখে আমার ৯ মাসের বাচ্চা খুন করে তারা পালিয়েছে, গচ্ছিত এক লক্ষ বিশ হাজার, স্বর্ণালংকার, মোবাইল ফোন এমনকি আমার ও ছেলের জামাকাপড় সহ সবকিছু নিয়ে আমাকে নি:শ্ব করে ফেলেছে। আমি আইনের আশ্রয় নিয়েছি বলে আমি ও আমার পরিবার সহ সাক্ষীদের গালিগালাজ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দামকি দিয়ে আসছে।আমি এদের বিচার চাই।

মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন বলেন,আমাদের এখানে এখনো অভিযোগ পত্র আসেনি।অভিযোগ পত্র হাতে পেয়ে ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *