বগুড়া মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান


আশাদুজ্জামান আশা, বগুড়া : শেরপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কোটা বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
প্রদান করেছেন শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
৩ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে এই স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম চান, বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্রনাথ, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান শেরপুর উপজেলা শাখার সভাপতি এস এম কামরুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ রঞ্জু, সহ-সভাপতি সাজদুল আলম সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ, পৌর শাখার সভাপতি আমিনুল ইসলাম, আবু সাঈদ, আসাদুজ্জামান বুদ্ধি, কামরুল হাসান মোমিন, আনিসুর রহমান, সরোয়ার, মইনুল হক বাবু, সুজন, আবু সুফিয়ান, রূপালী, জেলি, উজ্জ্বল, হিরা, রুমি আক্তার, সহ-সভাপতি রঞ্জু সরকার, ফেরদৌস জামান প্রিন্স, শামীম, রানা, সবুজ, তোফাজ্জল, ফেরদৌস সরকার মুকুল, লিটন সরকার, ভুট্টু , হাবিব, সাজেদুল, রানী, সুজিত, জাহাঙ্গীর প্রমুখ।