সাহিত্য

মৃত্যুর আনন্দ : মোঃ তাজুল ইসলাম

IMG 20231003 194139
print news

তোমরা খেয়েছ
আমার মগজ,কাঠ ঠোকরার মতো
ঠুকঠুক করে।
যা কল্যাণের চিন্তায় মগ্ন ছিল।

তোমরা খেয়েছ
আমার হৃৎপিণ্ড, শকুনির মতো
খুবলে খুবলে।
যা পৃথিবীর মানচিত্র ধারণ করত।

তোমরা খেয়েছ
আমার চুল, গরুর ঘাস খাওয়ার মতো
চিবিয়ে চিবিয়ে।
যা আমাকে আকর্ষিত করত।

তোমরা খেয়েছ
আমার আত্মা, নিঃশব্দে চোরের মতো
লুকিয়ে লুকিয়ে।
যা ছিল আমার শিক্ষকতার আনন্দ।

তোমরা খেয়েছ
আমার দেহ,পাপড় ভাজার মতো
কড়মড়িয়ে।
যা আমার সত্যকে বহন করত।

তোমরা খেয়েছ
আমার সব,লোভাতুর জিহ্বার লেলিহান
শিখা দিয়ে।

এভাবেই সুন্দরকে পলে পলে ধ্বংস করেছ।
নিঃস্ব আমি দেবার আর কিছুই নেই।
ও হ্যাঁ, দেয়ার মতো সুন্দর অভিধা
আমার আছে।
তোমরা লোভী, হিংসুক,পশু,জানোয়ার, অমানবিক,পিশাচ
আরও কত্ত কী!!!!
এসব অলংকার
তোমাকে হিংস্র পশুর মতো আরও সুন্দর করবে।
আমার নিথর শরীরের প্রাণহীন রক্তের
প্রতিটি ফোঁটা
তোমাকে শোনাবে এসব অকথিত মধুর ধ্বনি।
আমি আনন্দিত। হা হা হা।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ ডেস্ক :

ইত্তেহাদ ডেস্ক :

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *